ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

নবীনগরে ব্রিজের দাবিতে মানববন্ধন শেষে হাসপাতালের ফেরিতে হামলায় আহত ৩, থানায় অভিযোগ

মো. সফর মিয়া,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নবাসীর আয়োজনে বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর স্বপ্নের সেতু একনেকে পক্রিয়াধীন অবস্থায়, একটি মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (ফেব্রুয়ারি ৪)সকালে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে নবীনগর উপজেলা পরিষদ রোডের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, তাজুল ইসলাম মনা মিয়া, মতি মেম্বার, বিল্লাল মেম্বার, মোঃ ফারুক, মফিজ মেম্বার, লোকমান ডাক্তার, মোবারক হোসেন। এছাড়াও পূর্ব ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বগডহর টু নবীনগর তিতাস নদীর উপর একটি সেতুর অভাবে পূর্ব ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমতাবস্থায় স্বপ্নের সেতুটি একনেকে পক্রিয়াধীন অবস্থায়, কথিত আহাম্মদ হাসপাতাল গংদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে সেতুটি বাস্তবায়নে বাধাঁ হয়ে দাড়িয়েছেন। বক্তারা আহাম্মদ হাসপাতাল গংরা সেতুটি বাস্তবায়নে ভবিষ্যতে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোরভাবে দমন করবেন বলেও মানবন্ধনে জানান।

এদিকে মানববন্ধন শেষে নবীনগর লঞ্চঘাট থেকে আহাম্মদ সিটিতে যাতায়াতকারী ফেরিটি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে ফেরির ড্রাইভারকে মারধর করে ফেরিটি নিয়ে যাওয়ার অভিযোগে নবীনগর থানায় অভিযোগ করেছেন আহাম্মদ হাসপাতালের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহাম্মদ। এ ব্যাপারে তিনি বলেন, আমার প্রতিষ্ঠান বা আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তাদের সেতুর সাথে আমাদের সেতুর কোন সম্পর্ক নেই, দুইটাই আলাদা প্রজেক্ট। তারা মিথ্যা অভিযোগ করে আজকে মানববন্ধন করছে এবং মানববন্ধন শেষে আমার লোকজনকে আহত করে আমার ফেরিটি নিয়ে গেছে। এব্যাপারে আমি থানায় অভিযোগ করেছি।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ফেরিটি নদীর মধ্যেই আছে। আমার কাছে মনে হলো মূলত এখানে নদীর উপর একটি সেতু নির্মান নিয়ে সমস্যা। আশা করছি সমাধান হয়ে যাবে।

শেয়ার করুনঃ