ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

নিখোঁজের ২৫ বছর পর ‘সোনামিয়া’ ফিরে পেলেন আপন ঠিকানা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে নিখোঁজের ২৫ বছর পর আপন ঠিকানা ফিরে পেলেন সোনা মিয়া।
লক্ষ্মীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় ২৫ বছর পর সোনা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে খুঁজে পেয়েছেন তার স্বজনরা। জানা যায় সোমবার (১৬ অক্টোবর) লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকা থেকে তাকে নিয়ে যান তার ছোট ভাই মোরশেদ আলম।

স্বজনদের কাছ থেকে জানা যায় এর আগে ১৯৯৮ সালে সোনা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি একই এলাকার মৃত একরাম হোসেনের ছেলে। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তিনি পথভুলে আর বাড়ি ফিরে যেতে পারেননি।

জানা গেছে, ২০১৭ সালে কোনো একদিন সোনা মিয়া লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদরাসা এলাকায় একটি ফার্ণিচার দোকানের সামনে শুয়েছিলেন। তখন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া) মাদ্রাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন তাকে নিজের সঙ্গে নিয়ে যান। এরপর থেকেই সোনা মিয়া তার কাছে ছিলেন বলে জানা যায় ।
এ বিষয়ে জানতে চাইলে সোনা মিয়ার ছোট ভাই মোরশেদ আলম বলেন, ২৫ বছর পর ভাইকে ফিরে পেয়েছি। ভাইয়ের চিন্তায় অসুস্থ হয়ে ৬ মাস আগে ভাবি শাহজাদা খাতুন মারা গেছেন। তার একমাত্র ছেলেটিও বাবার আদর থেকে দীর্ঘ ২৫ বছর বঞ্চিত ছিল। ফেসবুকে একটি পোস্টে তার ছবি দেখে আমরা তার সন্ধান পাই। পরে ফেসবুকে পোস্টকারী ব্যক্তির সঙ্গে কথা বলে ভাইকে নিতে এসেছি।
এব্যাপারে শিক্ষক মো. ফিরোজ আলম বলেন, সোনা মিয়ার ছবিসহ পরিবারের সন্ধান পেতে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছিল। ওই পোস্টটি আমিও শেয়ার করেছিলাম। ফেসবুকের কল্যাণে তার পরিবারের সন্ধান পাওয়া গেছে। তার ছোট ভাই মোরশেদ এসে তাকে বাড়ি নিয়ে গেছে।

লক্ষ্মীপুর দারুল উলুম কামিল (আলিয়া)
মাদরাসার সাবেক শিক্ষক সালাহ উদ্দিন এর কাছে নিখোঁজের ঘটনার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৬ বছর সোনা মিয়া আমার কাছে ছিলেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছি। এজন্য তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করি। অবশেষে তার ভাই এসে তাকে নিয়ে গেছেন। তিনি দীর্ঘ ২৫ বছরবাড়ি ছাড়া ছিলেন বলে জানতে পেরেছি। এখন সোনামিয়াকে পেয়ে স্বজনরা খুবই আনন্দিত ।

শেয়ার করুনঃ