
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মরহুম কাজী শফিউল আলমের স্মরণে ও নবাগত কাজী রোকনুজ্জামান (রোকন) দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) নতুন দায়িত্ব প্রাপ্ত কাজী রোকনুজ্জামান (রোকন) এর আয়োজনে তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইউনিয়ন জামাতের আমির রবিউল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামাত নেতা উলিপুর উপজেলা সভাপতি মাওঃ মশিউর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জামাত নেতা ডাঃ মোস্তাকিন বিল্যাহ, পৌর আমির এডভোকেট কামাল কবির লিটন প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক আলহাজ্ব মোঃ নূরবক্ত মিঞা, তবকপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রেজাউল করিম রাজা, সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক আরও অনেকে।
পরে, নতুন দায়িত্বপ্রাপ্ত কাজী রোকনুজ্জামান (রোকন)কে তবকপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।