ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার

রাজাপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে প্রথম স্থানে বড়ইয়া ডিগ্রী কলেজ

ঝালকাঠির রাজাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কুইজ, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড, কোরআন তিলাওয়াত ও হামদ্- নাত ৪টি বিষয়ে প্রতিযোগিতা হলে দুইটির প্রথম ও দ্বিতীয় পুরস্কার এবং অপর দুটির দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার লাভ করে বড়ইয়া ডিগ্রী কলেজ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠান আয়োজক কমিটি। পুরস্কৃতর বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা হলেন, কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেন, দ্বিতীয় হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ তাহিরা আক্তার, পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড প্রথম হয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাহ্ মাছাবি মিদুলা, দ্বিতীয় হয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ তানজিলা মল্লিকা, কোরআন তিলাওয়াত দ্বিতীয় হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ তানভীর হোসেন, হামদ্- নাত তৃতীয় হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম।

বড়ইয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দীন বলেন, “আমাদের কলেজের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার প্রমাণ দিয়ে আসছে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গর্বের। কিছুদিন আগেও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়েছিলাম। আমরা সবসময় শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো।”

তারুণ্যের উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ব্যাপক। সকাল থেকেই প্রতিযোগিতার স্থানটি ছিল উৎসবমুখর। প্রতিযোগীদের আত্মবিশ্বাসী পরিবেশনা ও চমৎকার পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বড়ইয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও অত্যন্ত আনন্দিত। তারা প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও এ ধরনের কৃতিত্ব ধরে রেখে কলেজের সুনাম আরও উজ্জ্বল করবে।

শেয়ার করুনঃ