ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

হাতিয়ায় প্রকৌশলী আজিম সাহেবের সমাবেশ, সুযোগ পেলে হাতিয়ার উন্নয়নে প্রতিশ্রুতি

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া উপজেলা (নোায়াখালী)।

হাতিয়ায় প্রকৌশলী আজিম সাহেবের আগমন উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত, সুযোগ পেলে হাতিয়ার সকল কাজে উন্নয়ন করার প্রতিশ্রুতি। এছাড়াও রাষ্ট্র গঠনে তারেক রহমানের ৩১ দফা প্রচার করেন হাতিয়ার সাবেক এমপি।রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা প্রচারে হাতিয়ায় বিশাল গণ-সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিন বারের দলীয় ও স্বতন্ত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলায় প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথ ভাবে পরিপূর্ণতা পাবে। সেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে। হাতিয়ার উন্নয়ন ও শৃঙ্খলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ হাতিয়ার বিভিন্ন ক্ষেত্রে আমি যে অবদান রেখেছিলাম ভবিষ্যতে সুযোগ ফেলে উন্নয়নের সে গতিধারা আবারও বেগবান করব। সর্বক্ষেত্রে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করব। বক্তব্যে তিনি আজীবন হাতিয়াবাসীর সুখে দুঃখে থাকবেন বলে উল্লেখ করেন।এর আগে বিকাল সোয়া তিনটায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে হাতিয়ার নিজ বাড়ী পৌর সদরের ওছখালীস্থ বাসভবনে পৌঁছানোর পর সভাস্থলে উপস্থিত হন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালামের সভাপতিত্বে ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফারহান মোহাম্মদ আজিম। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মো. আবদুর রহিম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এদিকে অনেকদিন পর ফজলুল আজিমের জনসভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে নেতাকর্মীরা হাতিয়ার তমরদ্দি, হরণী, চানন্দী, জাহাজমারা, নিঝুম দ্বীপ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে পৌঁছলে সভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজিত এ জনসভায় প্রায় অর্ধলাখ লোকের সমাগম হয়।

শেয়ার করুনঃ