ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট

মোহাম্মদপুরের আলোচিত কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতারকৃতরা হলো-মো.রবিন (২১),মো.সাগর(১৭), মো.রায়হান (১৮) এবং মুন্না (১৯) কে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র (ছুড়ি,চাকু চাপাতি) উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গতকাল (২৯ জানুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কব্জি কাটা আনোয়ার তার সহযোগীদের সঙ্গে ঢাকা উদ্যান এলাকায় বৈঠক করবে।

এমন একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প থেকে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা বেরিকেট দিয়ে কব্জি কাটা আনোয়ারের অন্যতম সহযোগী রবিন ও তার ৩ সহযোগিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত কিশোরগ্যাং সদস্যদের মধ্যে মোঃ রবিন(২১) ঢাকা উদ্যান ও মোহাম্মদপুর এলাকার অন্যতম আলোচিত কিশোরগ্যাং সদস্য এবং আনোয়ারের সহকারী । সে ছিনতাই,মাদকদ্রব্য সেবন,চাঁদাবাজি এর সাথে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করে।

তারা কব্জি কাটা আনোয়ারের ছত্রছায়ায় থেকে ঢাকা উদ্যান মোহাম্মদপুর,আদাবর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সোশ্যাল মিডিয়া টিকটক,ফেসবুক এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র,চাপাতি নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। স্থানীয় জনগণকে ছুরি,সামুরাই,চাপাতি দিয়ে হুমকি দেয়ার এবং কোপানোর জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

তাকে গ্রেফতার করার পরে তার ঘাড়ে,হাতে সবুজ রঙের ট্যাটু দেখা যায়। যার মাধ্যমে তারা নির্দিষ্ট একটি কিশোর গ্যাং গ্রুপের সদস্য বলে নিশ্চিত হওয়া যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,শীর্ষ সন্ত্রাসী কব্জি কাটা আনোয়ার এবং তার সহযোগী কিশোরগ্যাং সদস্যদের নির্যাতনে এলাকায় সুষ্ঠুভাবে বসবাস করতে পারছেন না বাসিন্দারা। এছাড়াও অত্র এলাকায় আরো অনেক কিশোরগ্যাং এর গ্রুপ রয়েছে।

এই এলাকায় যত ধরনের ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার অধিকাংশই কব্জিকাটা আনোয়ার এর ছত্রছায়ায় পালিত কিশোর গ্যাং সদস্যরা করে থাকে। তাদেরকে গ্রেফতার করার জন্য সেনা সদস্যরা সর্বদা কাজ করে যাচ্ছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ