
রাজধানীর রামপুরা এলাকায় গরু ব্যবসায়ীর গরু বিক্রির নগদ সাড়ে চার লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৩৭),রায়াহান ওরফে ইসমাইল মোল্লা (২৬) ও মো.হাসান আরফি (২৭)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টায় রামপুরা থানার বেটার লাইফ হাসপাতালের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিবি সূত্রে জানা যায়,বাড্ডা এলাকার বাসিন্দা মোঃ নবী হোসেন পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি গাবতলী গরুর হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। প্রতিদিনের ন্যায় বুধবার (২৯ জানুয়ারি ) রাত পোনে ৪ টায় নবী হোসেন ও তার সহযোগী ব্যবসায়ীরা গরু বিক্রয়ের নগদ চার লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে পিকআপযোগে রামপুরা বিটিভি সেন্টারের সামনে পৌঁছলে একটি সাদা রংয়ের মিনি ট্রাকযোগে দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতকারী তাদেরকে ধাওয়া করে। ভোরে তারা রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে দুষ্কৃতকারীরা নবী হোসেনের পিকআপটির গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গরু বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের মানুষ ও ডিবি মতিঝিল বিভাগের একটি বিশেষ টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাক রেখে পালানোর সময় ইসমাইল,রায়হান ও হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুইটি রড উদ্ধার করা হয়। তাছাড়া ছিনতাইকাজে ব্যবহৃত উক্ত ট্রাকটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়,গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে