ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট

অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি অ্যাওয়ার্ড পেলেন মোহনা টিভির মনিরুল ইসলাম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ ২০২৪ পেয়েছেন মোহনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম। গড়াই নদীর প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় এ পুরস্কার পেলেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক অনুষ্ঠানে মনিরুল ইসলামসহ তিনজন সাংবাদিকের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান।

টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ বিজয়ী অন্য দুজন হলেন আজকের পত্রিকার সাইফুল মাসুম ও সমকালের হাসান হিমালয়।

দক্ষিণাঞ্চলের জনগুরুত্বপূর্ণ গড়াই নদীর খনন প্রকল্পের দুই পর্বের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। এখানে উঠে আসে গড়াই নদী খননপ্রকল্প নিয়ে সীমাহীন দুর্নীতির চিত্র। ২ পর্বের ধারাবাহিক এই প্রতিবেদনের জন্য এ বছর টিআইবি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অর্জন করেন তিনি।

শুরুতেই এই প্রতিবেদন করতে গিয়ে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার অভিজ্ঞতা জানান মনিরুল ইসলাম। বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় নেয়ার বিকল্প নেই। পাশাপাশি এসব প্রকল্পে স্থানীয় অংশীজনদের অন্তর্ভূক্ত করার পরামর্শও দেন তিনি।

গড়াই নদী যে শুধু যে একটি নদীই নয়,এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ সুন্দরবনের রক্ষাকবচ- সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট। আর প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ বলেন, নদীর বায়োপ্লাষ্টিক উত্তোলন নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তাই এ ব্যাপারে টিআইবির পর্যবেক্ষণ জরুরি।

আর প্রতিবেদনের মেন্টর প্রখ্যাত সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন,গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নতুন কিছু করতে হবে। এজন্য চোখকান খোলা রাখতে হবে।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন,সুস্থ সাংবাদিকতায় পারে সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে। আগামীতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে টিআইবি কাজ করবে। এ সময় তিনি তিন ফেলোকে অভিনন্দন জানান।

মনিরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার খোকসায়। তিনি পিআইবি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ সম্পন্ন করেন।

গণমাধ্যমে বিট ভিত্তিক সাংবাদিকতায় বিভিন্ন সময় তিনি সেবা খাত,ক্রাইম,আইসিটি,অর্থনীতি নিয়ে কাজ করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে মনিরুল ইসলাম পেয়েছেন বিজেসি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩,ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ রানার্স আপ,এনসিডি মিডিয়া অ্যাওয়ার্ড,পিস ফর ফিল্ম ও ইউএনডিপির পিস ফিল্ম অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেন।

বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন-মোহনা টিভির সিইও ও বার্তাপ্রধান বোরহানুল হক সম্রাট, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রউফ,দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, সমকালের প্রধান প্রতিবেদক মশিউর রহমান,মফস্বল সম্পাদক মনির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনার উপদেষ্টা অধ্যাপক ডা.সুমাইয়া খায়ের, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক,শাহনাজ মুন্নী,টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম,ডেপুটি কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ