ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট

আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর ; বিএনপি নেতার অডিও ভাইরাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: “আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর ; পিরোজপুরের নাজিরপুরে এক বিএনপি নেতার অডিও ভাইরাল হয়েছে “। এ নি‌য়ে এলাকায় টক অফ দ‌্যা টাউনে প‌রিনত হ‌য়ে‌ছে।ভাইরাল হওয়া অডিওটি উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নং পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মন্টু হাওলাদার (৪৫) এর। তিনি অত্র এলাকার মৃত আনোয়ার হাওলাদার এর ছেলে।

জানাযায়, সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারী চক্রো মহলের দালাল বিএনপি নেতা মো. মন্টু হাওলাদার গত (২১ জানুয়ারী) হাইউল ও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে হাইউল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। তার প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোফোনের অপর প্রেন্তে থাকা তার এক সহযোগী আ’লীগ নেতাকে বলেন,”এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর। আমাগো ১ লক্ষ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু। এসময় মারামারির ঘটনা বর্ণণা দিতে শোনা যায় তাকে। পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই। ফাড়ি থেকে ফোন করে আমাকে বলছে মামলা নে নাই। ডিসি, থানা, ফাড়ি সব বুকিআপ করে ফেলাইছি ফোনে, ফোনে শোনা যায় ইদ্রিস ডাক্তার এ ফয়সাটা করে দিবে, দুই গ্রুপই বিএনপির”এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মি মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামী গ্রেফতারে চেষ্টা চলছে। অডিওটির বিষয়ে খতিয়ে দেখবো। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কেহ আইনের। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ব্যক্তি বিশেষের কথায় পরিচালিত হয় না, আমরা অবশ্য আইনের বিতরে দিয়ে পরিচালিত হই। ব্যক্তি বিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি এটাও আমরা আইনের মাধ্যমে দেখতেছি।

ওই একই নেতার আর একটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিস্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, গাছে ঢাল জোড়াইয়া দিয়ে যাবেন, আমার নামসহ বলবেন যে সে বলছে, আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো। ভিডিওতে দেখা যায় পল্লী বিদ্যুৎ এর কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন হাজার হাজার মানুষের গাছের ঢাল কেটেছি কেহ কিছু বললো না তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন।হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয় আমি তার এইসব কর্মকান্ডের ভিডিও ধারন করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলেট করতে বলে এগুলো ডিলেট না করলে আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। এবং তাদের এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়া আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। এ বিষয়ে অভিযুক্ত মন্টু হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নাই।

শেয়ার করুনঃ