
হাতিয়া বুড়িরচর ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭শে জানুয়ারি (রোজ সোমবার) বিকেলে বুড়িরচর শহীদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বুড়িরচর ইউনিয়নের আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মাসউদুর রহমান বাবর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক বুড়িরচর ইউনিয়ন বিএনপি মোঃ মিল্লাতের রহিম মিল্লাত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌরসভা বিএনপি,বক্তব্য রাখেন, মোঃ ফাহিম উদ্দিন, যুগ্ম আহ্ববায়ক,মোঃ নজরুল ইসলাম আদনান, আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম হকসাব, ডাঃ তসলিম আলম,
বেলাল উদ্দিন,আমির আল কাউসার, মোছলেহ উদ্দিন, রিয়াজ মাহমুদ,সমির উদ্দিন, সোহরাব,জিহাদ, ছানাউল্লাহ স্বপন,বেলাল উদ্দিন, পৌর কৃষকদল,
সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত কৃষকদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা সমাবেশে কৃষকদের গুরুত্ব নিয়ে বলেন, কৃষির উন্নয়নে আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তির যন্ত্রপাতি, আধুনিক পাওয়ারটিলার, ট্রাক্টর, সবধরনের কৃষি সরঞ্জামসহ বিতরণের আয়োজন করবে উপজেলা বিএনপি, বিগত সরকারের আমলে প্রকৃত কৃষক সুবিধা পায়নি, দলীয় নেতাকর্মীরা ভাগাভাগি করে নিয়ে গেছে।
প্রকৃত কৃষক যেন সুবিধা পায় তার বিষয়ে
সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে, তারি ধারাবাহিকতায় বুড়িরচর ইউনিয়নে আজকের এই সমাবেশ।