
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম সফল বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
আলেচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইব্রাহীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, ইউপি সদস্য ইমদাদুল হক ইদন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মাহাবুবুর রহমান, মতিউর রহমান ও হারুন মিয়া, সহকারী প্রধান শিক্ষক শরিফুল হোসেন, সমাজ সেবক হাজী নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ময়নাল হোসেন চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, ব্যারিস্টার জাকির আহাম্মদ, কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গাজী এখলাছ উদ্দিন পিন্টু সহ আরো অনেকে।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন খান।এসময় বক্তাগণ নতুন জাতীয় শিক্ষাক্রম সফল বাস্তবায়ন করার লক্ষ্যে এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান রিপন।