ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চায়ের দোকানে বিল দেওয়ার জেরে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১
আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক
মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯
১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
কবিয়াল সম্রাট রমেশ শীলের ৫৮তম মৃত্যুবার্ষিকীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা নিবেদন
বোয়ালখালীতে বাগীশিক উপজেলা সংসদ কর্তৃক বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ মিনি কাভার্ডভ্যান আটক
পোরশায় নিজ বাড়ি থেকে ভাই -বোনের মরদেহ উদ্ধার
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক যুবক জখম
নোয়াখালীতে আদালতের আদেশ অমান্য করে পাকা দালান নির্মাণ, হুমকিতে এলাকায় যেতে পারছেন না জমির মালিক
বংশালে লেপ-তোষকের দোকানে আগুন,নিহত ১
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী

বাংলাদেশ অনেকবারই পথ হারিয়েছে জনগণ সংগ্রাম করে পুনরুদ্ধার করেছে: রফিকুল ইসলাম জামাল

বাংলাদেশ অনেকবারই পথ হারিয়েছে কিন্ত সংগ্রামী জনগন প্রতিবারই আন্দোলন সংগ্রাম করে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।

শুক্রবার (২৪ জানুয়ারী) বিকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা এদেশে থেকে দেশকে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে, তাদের চিহৃিত করে আইনের হাতে সোপর্দ করুন। বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।ছাত্রজনাতার অভ্যুথানে দেশ ছেরে শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালাননি। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। তখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

ঝালকাঠি জেলার রাজনীতি নিয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, দলের ভিতরে যারা কোন্দল তৈরি করে আজকের সমাবেশের বিরোধিতা করেছেন তারা বিএনপির কেউ না তারা হাসিনার দোসর। ঝালকাঠি জেলা বিএনপি আজকে ঐক্যবদ্ধ কোনো সুযোগ বাদী লোকের জায়গা বিএনপিতে হবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন বা করছেন তাদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করছি এবং করবো। ভবিষ্যতে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে সারাজীবনের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে এটা তারেক রহমানের নির্দেশ।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত, ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে জনসমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তৌহিদ আলম মান্না এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল কবির রানা এর সঞ্চালনায় জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিনা গাজী, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, কেন্দ্রীয় যুবদলের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল, সদর থানা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন,

জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল ইসলাম তুহিনসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আজাদুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুজন খানসহ আরো অনেকে।

সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।জনসমাবেশে আরাফাত রহমান কোকো এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ