ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

উলিপুরে ৪শ ১৮ বস্তা টিএসপি কমপ্লেক্স সার অবৈধ ভাবে মজুদ ও নকল সন্দেহে জব্দ

কুড়িগ্রামের উলিপুরে ৪শ ১৮ বস্তা টিএসপি কমপ্লেক্স সার অবৈধ ভাবে মজুদ ও নকল সন্দেহে জব্দ করেছে প্রশাসন। বিসিআইসি’র লাইসেন্স বিহীন এক ব্যবসায়ীর দোকান থেকে ১শ ৩৫ বস্তা এবং ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে মালিক বিহীন ২শ ৮৩ বস্তা সার উদ্ধার করা হয়। বিপুল পরিমাণে এই সার কিভাবে লাইসেন্স বিহীন ব্যবসায়ীর কাছে আসে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সার ডিলাররা। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম মাথা গোল চত্বর সংলগ্ন মেসার্স লিমন ট্রেডার্স নামক বালাইনাশক ব্যবসা প্রতিষ্ঠানে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, থেতরাই বাজারের খুচরা বালাইনাশক ব্যবসায়ী রওশন আলী নওশাদের প্রতিষ্ঠান মেসার্স লিমন ট্রেডার্সে গত মঙ্গলবার বিকালে ট্রাক ভর্তি সার আসে। এ সময় ট্রাক থেকে ১শ ৩৫ বস্তা টিএসপি সার দোকানে নামানো হয়। ডিলার না হয়েও ট্রাক ভর্তি সার দোকানে নামানোর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ১৩৫ বস্তা সার জব্দ করেন। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাকে ২শ ৮৩ বস্তা সারের মালিক খুঁজে না পাওয়ায় সেগুলোও জব্দ করা হয়। পরে ওই সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলা পরিষদের গুদামে রাখা হয়। টিএসপি কমপ্লেক্স সার টিএসপি বাংলা সার হিসাবে পরিচিত এবং বাজারে এই সারের প্রচুর চাহিদা রয়েছে।
উপজেলার একাধিক বিসিআইসি’র সার ডিলারের সাথে কথা বলে জানা গেছে, গত চার মাস থেকে টিএসপি কমপ্লেক্সের সারের বরাদ্দ নেই। এছাড়া ডিলারদের প্রতি মাসে এই সার সবোচ্চ ৩০ থেকে ৪০ বস্তা বরাদ্দ দেয়া হয়। বাজারে টিএসপি কমপ্লেক্সের চাহিদা থাকায় তা দ্বিগুন লাভের আশায় ওই সারগুলো অবৈধ ভাবে এনে মজুদ করা হচ্ছিল বলে তাদের ধারনা। বিপুল পরিমানের এই সার কিভাবে লাইসেন্স বিহীন ব্যবসায়ীর কাছে আসে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সার ডিলাররা।
মেসার্স লিমন ট্রেডার্সের সত্বাধীকারি রওশন আলী নওশাদ জানান, আমি খুচরা ভাবে সার বিক্রি করে থাকি। আমার ছোট প্রতিষ্ঠানে ১শ ৩৫ বস্তা সার থাকায় প্রশাসন তা জব্দ করে নিয়ে যান। তবে তিনি স্বীকার করেন, সার ক্রয় ও বিক্রয়ের জন্য যে লাইসেন্স লাগে সেটি তার নেই এবং এটি টিএসপির বাংলা সার বলে তিনি দাবী করেন। তিনি আরও দাবী করেন, সারগুলো চট্রগ্রাম থেকে নিয়ে আসা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মেসার্স লিমন ট্রেডার্সের মালিক বালাইনাশক খুচরা ব্যবসায়ী হয়ে তিনি টিএসপি কমপ্লেক্স সার অবৈধভাবে মজুদ করেছেন। এছাড়া সারগুলো আসল কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারনে সারগুলো জব্দ করা হয়েছে। সারের নমূনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদর রহমান জানান, অবৈধ ভাবে সার মজুদের অভিযোগে তা জব্দ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় যদি সারগুলো নকল হিসাবে সনাক্ত হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ