ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২
কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

মধুপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার ৫ টি মোটর সাইকেল উদ্ধার

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ইদিলপুর সাকিনস্থ এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি নীল রঙের SUZUKI
, কোম্পানীর SUZUKI Hayate Ep মোটর সাইকেল (যাহার ইঞ্জিন নং-AEA1-141280, চেচিস নং-RMBL-NE44D-110048), যাহার মূল্য অনুমান ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা। তিনি মসজিদের বাহিরে ঘাড় লক করিয়া রাখিয়া মসজিদে এশার নামাজ পড়ার জন্য যান। একই তারিখ রাত অনুমান ০৭:৩০ ঘটিকায় এশার নামাজ শেষ করিয়া বাহির হইয়া দেখেন যে, উক্ত স্থানে তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই। এব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন। মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ জিডির সুত্র ধরে বিভিন্ন কৌশলে তদন্ত শুরু করেন।
উক্ত ঘটনায় সাথে জড়িত সন্দেহে মাগন্তিনগর এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে তার দেয়্ তথ্য অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নান্দিনা চর এলাকার বাদশা মিয়ার ছেলে মোনারুল হাসান মজনু (২৮) একই এলাকার ইলিয়াসকে জামালপুরের সরিষাবাড়ী রেলরাইল হতে একটি চোরাই মোটর সাইকেল সহ আটক করা হয।
তাদেন দেয়া তথ্য অনুযায়ী সারিযাকান্দি এলাকায় অভিযান চালিয়ে মধুপুর হতে হেফাজতে নেযা রানার সহযোগিতায় চুরি হওয়া আরও দুটি মোটরসাইকেল শারিয়াকান্দি থানার চরছনপুচা এলাকা হতে আয়েন উদ্দিনের ছেলে হারুনুর রশিদের নিকট হতে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তার তথা মতে জামালপুর জেলার ছোনটিযা বাজারের শাহজাহান আলীর ছেলে হরেজ আলী(৪৩) এর নিকট হতে আরও একটি মোটরসাইকেল উদ্ধার সহ মোট ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় জড়িত উক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মধুপুর থানার মামলা নং ৯, তারিখ ২০-১-২০২৫। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ইদিলপুর এমপি বাড়ী জামে মসজিদের ইমামের ব্যবহৃত রেজিষ্ট্রেশন বিহীন ১১০ সিসি
নীল রঙের SUZUKI মোটর সাইকেল চুরি হওয়ার পর মধুপুর থানায় গত ১৭ জানুয়ারী একটি জিডি করেন। জিডির সুত্র ধরে মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর নেতৃত্বে একটি টিম গঠন করে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার এবং চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন সূত্র ধরে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন।এরই ফলশ্রতিতে ২০ জানুয়ারী সন্দেহ ভাজন মাগন্তি নগর এলাকার আনোয়ার হোসেন রানাকে পুলিশ হেফাজতে নিয়ে আনোয়ার হোসেন এর স্বীকারোক্তিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং তাদের হেফাজতে থাকা ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এদুঃসাহসিক অভিযানটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার মধুপুর সার্কেল আরিফুল ইসলাম।

শেয়ার করুনঃ