
‘আস্থার দিপ্তী- তারুণ্যের মুক্তি’ ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা শিল্প কলা একাডেমিতে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম’র আয়োজনে এবং পটুয়াখালী জেলা প্রশাসন ও রূপান্তর এর সহযোগীতায় এ যুবদের ভূমিকা শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন
আব্দুর রশীদ খান, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর। এছাড়াও এসময় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আনোরুল কবির, নির্বাহী পরিচালক, সুন্দরবন একাডেমী। অন্যদিকে একই স্হানে এ দিন বিকালে উক্ত সেমিনার শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ তারেক হাওলাদার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী। উক্ত অনুষ্ঠানে এসময় রুপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন গুহ’র সভাপতিত্বে ও রশিদ কিশালয় বিদ্যায়তন, পটুয়াখালী’র সহকারি শিক্ষক ইয়া হাদিয়া সোনামনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কে এম এনায়েত হোসেন আহবায়ক নাগরিক প্লাটফর্ম। উক্ত সেমিনার ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় মেডিকেল অফিসার ডাঃ জিয়াউর রহমান সহ পটুয়াখালী সদর, দুমকী, বাউফল,দশমিনা,গলাচিপা, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্ম এর নেতৃবৃন্দ ও সদস্যরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।