ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭

এখন সত্য প্রকাশ ও মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়:- মহাপরিচালক পিআইবি

চট্টগ্রামে “রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, আমাদের সংবাদমাধ্যমকে কর্পোরেট মুক্ত গণমাধ্যম হতে হবে। দেশের প্রায় সবগুলো গণমাধ্যম বড় বড় শিল্প গ্রুপের স্বার্থ রক্ষার জন্য কাজ করে। এখানে মুক্ত গণমাধ্যমের চর্চা করা যায় না। অনেক সময় তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে শিল্প মালিকরা। ২১ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্টােপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউিট বাংলাদেশ (পিআইবি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এসমস্ত মিডিয়ায় স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেনা । তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অনেক সময় মুক্ত সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়ায়। এসব শিল্প গ্রুপের বিরুদ্ধে গেলেই তারা সেখানে হস্তক্ষেপ করেন এবং মুক্ত সাংবাদিকতাকে আটকে দেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুরনো স্টাইলের সাংবাদিকতা পরিহার করে আমাদেরকে স্বাধীন শক্তিশালী সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষে কাজ করতে হবে। সংবাদমাধ্যম সবসময় গণমানুষের কন্ঠস্বর হিসেবে কাজ করে। এটি কখনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করেনা।
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমস্ত মিডিয়াকে সরকারের মূখপাত্র বানিয়ে জনগণের কন্ঠস্বরকে রোধ করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকার রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলে সংবাদমাধ্যমকে গণমানুষের মুখপত্র থেকে নিজের দলের এবং মতাদর্শের মানুষের মুখপত্র বানিয়েছিল।
বক্তারা বলেন, ৫ আগস্ট ২০২৪ বিপ্লব আমাদেরকে নতুন করে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে । এখন আমাদের সত্য প্রকাশ করার সময়। স্বাধীন সাংবাদিকতার সত্য ধারণ করে মুক্ত গণমাধ্যম গড়ে তোলার সময়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ হাই কমিশনের নয়াদিল্লি প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিঁ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী, সাংবাদিক ওসমান গণি মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের গণমাধ্যম সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান। সভা পরিচালনা করেন পরিচালক অধ্যয়ন ও প্রশিক্ষণ ,পিআইবি পারভীন সুলতানা রাব্বী।

শেয়ার করুনঃ