ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

দেশীয় অস্ত্রসহ ১৪ মামলার আসামি,চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার ২

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ১৪টি মামলার আসামি ও তালিকাভুক্ত চিহ্নিত ছিনাতাইকারী তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ (২৪) কে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি মডেল থানা পুলিশ।

এ সময় তার এক সহযোগী মো.মামুন (২৫) কেও গ্রেফতার করা হয়।

সোমবার (২০ জানুয়ারি ) রাতে ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়,সোমবার রাতে তিনজন পায়ে হেঁটে নিজ নিজ বাসার উদ্দেশে যাওয়ার সময় ধানমন্ডির রোড নং-১৫/এ এর মোঘল কাবাবের পিছনে লেক সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছলে লেকের পাশে দাঁড়িয়ে থাকা চারজন দুষ্কৃতকারী তাদের হাতে থাকা ধারালো ছোরার ভয় দেখিয়ে তাদের পথরোধ করে। তারা ভয়-ভীতি প্রদর্শন করে তাদের নিকট থাকা মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে জনসাধারণ ও ঘটনাস্থলের পাশেই থাকা থানার টহল টিম সেখানে দ্রুত পৌঁছে দুইজনকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়।

আটককৃতদের মধ্যে একজনের নাম তৌহিদুল ইসলাম ওরফে সোহাগ ও অপরজনের নাম মো.মামুন। এ সময় তৌহিদুলের হেফাজত হতে ছিনতাই করা নগদ ১৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত তৌহিদুল একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারি। সে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তালিকাভূক্ত একজন ছিনতাইকারী। ধানমন্ডি,দারুস সালাম এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও বিভিন্ন ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগিরা জড়িত। তোহিদুলের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি মডেল, দারুস সালাম,কলাবাগান ও আদাবর থানায় ছিনতাই, চুরি নারী ও শিশু নির্যাতন ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।

ডিএমপির ধানমন্ডি মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ