
নাটোরের লালপুর মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নাটোরের লালপুর উপজেলার পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুস সোহান (৩০) নামের এক যুবক মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।
স্থানীয়রাজানায়, আব্দুস সোহান রাস্তার পাশে দাঁড়িয়েছিল এমন সময় লালপুর হইতে ঈশ্বরদীগামী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে পেছন দিক থেকে তাহাকে ধাক্কা দেয়। এতে আব্দুস সোহান রাস্তায় ছিটকে পড়েগেলে স্থানীয় জনগন তাহাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাহার অবস্থা আসংকা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।নিহত ওই যুবক পালিদেহা গ্রামের মোঃ নবীর উদ্দিনের ছেলে বলে জনা গিয়াছে।