ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত
নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩
মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সেনের বাজার জোনাল অফিসের ডিজিএম আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা
রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে অর্ধশত চোরাই মোবাইলসহ দুজন গ্রেফতার
নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে কাভার্ডভ্যানের ধাক্কায় বাস খাদে, অল্পের জন্য রক্ষা শিক্ষার্থীসহ পথচারীরা
তানোরে থাকা খাওয়া ফ্রি দরিদ্র-আদিবাসী নারীদের শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে মহিলা কলেজ
ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি
পটুয়াখালী সদর উপজেলার নতুন কৃষি অফিসারের সাথে অন্য স্টাফদের মতবিনিময় সভা
কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
শেরেবাংলা নগরে কোস্ট গার্ডের অগ্নীনির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শ্রমিক লীগ নেতা খুন,গ্রেফতার ৩

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিক লীগের সহ-সভাপতি আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনার ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস) আমিনুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, শাহাদাত মন্ডল (৬৫), রাফি মন্ডল (৩২) ও মেহেদী হাসান দিপু (৩০)।

আমিনুল ইসলাম জানান, গ্রেফতারদের সঙ্গে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনের। বিরোধকে কেন্দ্র করে মুন্নাকে হত্যার পরিকল্পনা করা হয়। ১৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্না মোটরসাইকেল নিয়ে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কোনাগ্রামস্থ একটি পাকা রাস্তার ওপর পৌঁছালে ওৎ পেতে থাকা ৩২ থেকে ৩৩ জন লোক তাকে দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, লোহার রড ও বাশের লাঠি ইত্যাদি) নিয়ে হামলা করে।

তিনি আরও বলেন, আজিজ মহাজনকে শরীরের বিভিন্ন জায়গায় রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকেন তারা। এতে আজিজ মহাজন মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য সহযোগীরা তাদের কাছে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধরক মারধর করতে থাকেন। ফলে আজিজের শরীরের বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার নাক ও কান দিয়ে রক্ত বের হতে থাকে। আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আজিজকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত সোমবার কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এই হত্যাকাণ্ডের পর মৃত আজিজের ভাই মো. আব্দুর রহমান বাদী হয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় শাহাদাত ও রাফিসহ ২৪ জন এবং অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ