ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নাইক্ষংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি
তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা
তানোরে বিষ ও কীটনাশক মুক্ত ফল ও ফসলসহ স্ববজি চাষের লক্ষে পার্টনার কংগ্রেস সভা
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, সাবধান করল ডিএমপি
পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি
মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পল্লী চিকিৎসক অর্জুনে’র
রাজাপুরে জমি বিরোধে চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে প্রাণ গেল সমির মল্লিকের
বেতাগী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড
গেন্ডারিয়ায় বিপুল বিদেশি মদ-বিয়ারসহ মাদক কারবারি আটক
জলঢাকায় ১৮ বছর পর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তুহিন, বিশাল গণ সংবর্ধনায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা
ঢাকা রেঞ্জে বদলি-পদায়ন নিয়ে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান
অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ
প্রফেসর ড. সলিমুল্লাহ খানের সঙ্গে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবি,গ্রেফতার ৬

পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মো. রেজাউল ইসলাম ওরফে হিমেল (৪০), সেলি বেগম ওরফে শিলা বেগম (২৮), মো. মুক্তাজুল সরকার (৩৪), মো. মারুফ হাসান (২৫), নূর মোহাম্মদ (৩৫) ও মো. মাহমুদ হাসান (২৬)।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারি খিলগাঁওয়ের নবীনবাগ তিতাস রোডের রবিন এন্টারপ্রাইজ নামের দোকান থেকে শাহান আলীকে (৫০) তুলে নিয়ে যাওয়া হয়। রেজাউল ও সেলি বেগমসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১৫ জন জোর করে তাকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

শাহান আলীকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কারণ জিজ্ঞাসা করলে দুইজন নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। এরপর ওইদিন রাত সাড়ে ১০টার দিকে এক মোবাইল নম্বর থেকে ভুক্তভোগী শাহান আলীর পুত্রবধূর মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করা হয়।

দাবি করা মুক্তিপণের টাকা না দিলে শাহান আলীকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। ১৬ জানুয়ারি অপহৃত শাহান আলীর ভাগ্নে মো. সোহেল রানার অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ে অপহৃত শাহান আলীর অবস্থান নিশ্চিত করে খিলগাঁও থানা পুলিশ।

এরপর শুক্রবার কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় অপহরণকারী মো. রেজাউল ইসলামের শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কান্দিরপাড়া এলাকা থেকে শাহান আলীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার নিবিড় তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ