ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থেকে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. নাসির উদ্দিন (৪৫) ও মো. ইমরান হোসেন (৪০)।

এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি.চায়নিজ পিস্তল,একটি তরাস ম্যাগজিন,পিস্তলের ছয় রাউন্ড গুলি ও চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।

সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের বরাত দিয়ে তিনি জানান,সোমবার দিবাগত রাতে পূর্ব গোড়ান এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এ সময় তারা তথ্য পায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি বাসায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার সামনে পাহারারত দু’জন পালিয়ে যায়। পুলিশ বাসার ভেতরে অভিযান চালিয়ে করে অস্ত্র ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ও মো.ইমরান হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে।

এ সময় চায়নিজ পিস্তল,ম্যাগজিন,ছয় রাউন্ড গুলি ও চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তারা পলাতক অন্যান্যদের সাথে যোগশাজসে অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ