ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

গদখালী যেনো এক ফুলের স্বর্গ উদ্যান

জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর সংবাদদাতা: কালের সাক্ষী হয়ে শত বছরের ইতিহাস নিয়ে মাথা তুলে যশোরের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য বৃক্ষ। যশোর শহর থেকে বেনাপোলের দিকে ১৮ কিলোমিটার গদখালী ফুলের বাজার।

দেখে মনে হতে পারে সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছেন ফুলের এক স্বর্গ রাজ্য। কাকডাকা ভোরে সাইকেল, ভ্যান অথবা মোটরসাইকেলে করে চাষিরা ফুল নিয়ে আসেন গদখালীর পাইকারি ফুলের বাজারে।সূর্যের আলো ফোটার আগেই রাস্তার দু’পাশে সারি সারি দাঁড়িয়ে থাকেন ফুল বিক্রেতারা। শুরু হয় ফুল ক্রয়-বিক্রয়।

আর এই বাজারের মূল ক্রেতা স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। তারা এখান থেকে ফুল ক্রয় করে তা সরবরাহ করেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের গন্ডি পেরিয়ে গদখালীর ফুল এখন রপ্তানি হয় বাহিরের বিভিন্ন দেশে।

গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, লিলিয়ান, টিউলিপ, জিপসি, চন্দ্রমল্লিকাসহ বিক্রি হয় বাহারি রকমের সব ফুল। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাজারে ফুল বিক্রি শেষ হয়ে যায়। কোনো দিবস কিংবা বিশেষ কোন দিন এলেই প্রতিদিন প্রায় কোটি টাকারও বেশি ব্যবসা করেন গদখালীর ফুল চাষি ও বিক্রেতারা।

ঝিকরগাছা উপজেলার গদখালী, নাভারণ ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৬৩০ হেক্টর জমিতে ৭২ প্রজাতির ফুল চাষ হয়। এই ফুল চাষকে কেন্দ্র করে লাখো মানুষের কর্মসংস্থান। দেশে ফুলের মোট চাহিদার ৭০ থেকে ৭৫ ভাগই সরবরাহ হয় গদখালী থেকে। এখানকার বেশিরভাগ মানুষই ফুল চাষ কিংবা ফুল বিক্রি পেশার সাথে জড়িয়ে আছে।

এখানে আছে ফুলের সুঘ্রান, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে আসা চিরন্তন সুন্দরের বার্তা। প্রায় সব ধরনের ফুলের দেখা মিলবে ফুলের রাজ্যে।ফুলের বাগানে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রত্যেকটি পরিবারের সদস্যরা।দেশের সর্ববৃহৎ এই ফুলের রাজ্য ঘুরে আসলে আপনার মনও হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও উচ্ছ্বল।

শেয়ার করুনঃ