ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

শ্রীনগরে ব্যাটারির পানি তৈরির কারখানার আড়ালে চলছে এসিড ব্যাবসা

আলিফ হোসেন স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারির পানি তৈরির কারখানার আড়ালে গড়ে উঠেছে লাইন্সেস বিহীন অবৈধ এসিড তৈরির কারখানা। বেশকয়েক মাস যাবৎ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাণীমন্ডল গ্রামে সেলামতি-প্রাণীমন্ড ইটসোলিং রাস্তার পাশে এই অবৈধ এসিড তৈরির কারখানা গড়ে তোলা হয়।এখানে ড্রাম ভর্তি সালফিউরিক এসিড ও ডিস্টিল ওয়াটারের সংমিশ্রণে ব্যাটারির পানি তৈরি করা হয়। প্লাস্টিকের বোতল ভর্তি পানির গায়ে লেখা এস এ পাওয়ার হ্যামকো, ভলবো সহ আরও বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে এসব পানি বাজারজাত করা হচ্ছে। এর আড়ালে একটি দু চালা টিনের ঘরের পিছনে ড্রাম ভর্তি বিভিন্ন গ্রেডের সালফিউরিক এসিড রাখা হয় এই কারখানাটির মালিক প্রানীমন্ডল গ্রামের শেখ হযরত আলীর ছেলে সোহেল ও বাছের মৃধার ছেলে এমদাদ মৃধা। লোকালয়ে এ ধরনের এসিড ব্যাবহারে রয়েছে উচ্চমাত্রার স্বাস্থ্য ঝুকি ও বড় ধরনের দূর্ঘটনার শঙ্কা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোহেল তার নিজ বাড়ির ঘরের ভিতরে প্লাস্টিকের বোতলে এসিডযুক্ত পানিসহ ঘরের পাশে নীল রঙের কয়েকটি বড় বড় প্লাস্টিকের ড্রামসহ বেশ কিছু গ্যালনের মধ্যে এসিডযুক্ত পানিভর্তি করে রেখেছে। প্রতিনিয়ত সোহেল ও এমদাদ ব্যাটারির পানি তৈরির ব্যবসা আড়ালে অবৈধ ভাবে এসিডের ব্যবসা করে আসছে। এর আগে শ্রীনগর উপজেলার তিনটি ইউনিয়নে তারা এই ব্যাবসা পরিচালনার জন্য কারখানা বসালে ভ্রাম্যমাণ অভিযানে কয়েকবার জরিমানা সহ কারখানা সরিয়ে আনতে বাধ্য হয়। এসিড কারখানার মালিক সোহেল বলেন, আমি আমার ভাগ্নে এমদাদসহ চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইন্সেস ও টিন লাইন্সেস নিয়ে যৌথভাবে এই কারখানা দিয়েছি। আরেক লাইন্সেসধারী এক প্রতিষ্ঠানের কাছ থেকে ডাইলেশন করা এসিড এনে ব্যবহার করছি। তার ব্যবসায়ীক পার্টনার এমদাদ জানান, আমার সব ধরনের লাইসেন্স আছে, চেয়ারম্যান কে জিজ্ঞেস কইরেন তিনি লাইসেন্স দিয়েছে কিনা? এর গাগে এমদাদ শ্রীনগর সদর থানার গোল্ডেন সিটিতে কারখানা দিলে সেখান থেকে ততকালীন ম্যাজিস্ট্রেট জরিমানা করলে সেখান থেকে কারখানা সড়িয়ে হাঁসাড়া স্ট্যান্ড সংগ্রহ কারখানা স্থাপন করেন।হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খানের বিসয়টি দৃষিগোচর হলে তিনি সেখান থেকে তার কারখানাটি সরিয়ে নিতে বলেন।এরপর এমদাদগং কারখানাটি শ্যামসিদ্ধি গাদিখাট স্থাপন করলে সেখান থেকেও স্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির খানের দৃস্টি গোচর হলে তিনিও কারখানাটি সরিয়ে নিতে বলেন। ঢ়াড়িখাল ইউনিয়নের প্রানীমন্ডলে পুনরায় সোহেলের সাথে এমদাদ যৌথ মালিকানায় কারখানাটি স্থাপন করেন।

এ বিষয়ে শ্রীনগর ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার দেওয়ান আজাদের কাছে সোহেল ও এমদাদ ফায়ার সার্ভিস লাইসেন্স নিয়েছে কি- না জানতে চাইলে তিনি জানান, একটি পানি তৈরির কারখানার জন্য লাইসেন্স নিয়েছে।তবে তারা নিজেদের প্রতিষ্ঠানের নামে পানি তৈরি ও এসিড ব্যাবহার করে কিনা তা আমি জানিনা।

এ বিষয়ে রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এসিড ব্যাবহার সংক্রান্ত ও ব্যাটারির পানি তৈরীর কোন ট্রেডলাইসেন্স দেইনি।হয়তো তারা অন্য কোন ব্যাবসার লাইসেন্স নিয়ে এটা চালাচ্ছে।

শেয়ার করুনঃ