ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট

নাজিরপুরে বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার

পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। নাজিরপুরের মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশু নামের এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী.ম রেজাউল করিমের ভাগ্নে বলে পরিচয় দিতেন।
তবে শ.ম রেজাউল করিমের এক ঘনিষ্ঠজন জানিয়েছে জাহিদুল ইসলাম অংশু নামে তার কোন ভাগ্নে নেই।
জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধায়নে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পে ২০২৩ সালে দরপত্রের আহবান করা হয়।
এস এস এন্টারপ্রাইজ ১ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকায় কাজটি পায়। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা,টিউবয়েল,টলঘর ও বাজারের ঘাটলা নির্মান।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে ঠিকাদারী প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকুপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে ইতোমধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান ৮৩ লক্ষ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র ৫ ভাগ। নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।
এবিষয়ে দীর্ঘা বাজার কমিটির সভাপতি আশিষ চঁন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদূর্ভোগের শেষ নেই,রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভিতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। পানিও পান করা যায় না, এখানের পানি পান করে অনেকেই পানিবাহীত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের নিকট আবেদন যাতে অতিদ্রুত এ বাজার উন্নয়নের কাজ শেষ হয়, যাতে জনগূর্ভোগের লাঘব ঘটে।

এবিষয়ে দীর্ঘা ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভিতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় ১ বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রাখছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। কোন কাজই করছে না শুধু একটি ডিপ টিউবয়েল স্থাপন করেছে তার কাজও অসমাপ্ত রয়েছে। অতিদ্রæত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার।
বাজারের ব্যবসায়ী ও এলাকার বাসিন্দা দিলিপ কুমার জানান, অংশু নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব মো: আবু হাসান খান বলেন, এই অংশু নাজিরপুরের উন্নয়নের ১২ টা বাজিয়ে দিয়েছে, প্রায় কাজেরই বিল নিয়েছে,কাজ করেনি, এরা দেশের শত্রæ,জণগনের শত্রæ,জাতির শত্রæ,এদের আইনের আওতায় এনে কঠোর বিচার দাবী করছি,এবং ভবিষ্যতে এরা যেন নতুন কোন কাজে অংশগ্রহন করতে না পারে, এদের লাইসেন্স বাতিল করার জোড় দাবী জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।

এবিষ‌য়ে ঠিকাদার জাহিদুল ইসলাম অংশু ও সাইফুল ইসলাম‌কে ক‌য়েকবার ফো‌নে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লে পাওয়া যায় নাই।

শেয়ার করুনঃ