ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের
ঝিকরগাছায় আল একরা মডেল একাডেমির উদ্যোগে প্রোটেস্ট মার্চ অনুষ্ঠিত
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ

আলীকদমে হত্যা মামলার আসামি আবু মুছাকে গ্রেফতার করেছে পুলিশ

বান্দরবান আলীকদমে পারিবারিক ভাবে সম্পদ ভাগাভাগি’কে কেন্দ্র করে বড়ভাই ছোট ভাইকে হত্যার ঘটনায় অভিযোক্ত অসামি আবু মুছাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার ৪ জানুয়ারি ২০২৫ইং সকাল সাড়ে ৯টা আলীকদম উপজেলা দক্ষিণ নোয়াপাড়া এলাকায় পারিবারিক জায়গাজমি ও গরু ভাগাভাগির জেরে বড়ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনার আসামি আবু মুছাকে গ্রাফতার করেছে থানাপুলিশ।

মর্মান্তিক মৃত্যুর এই ঘটনাই ৪ জানুয়ারি ২০২৫ইং তারিখে নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি বান্দরবান জেলার পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত আসামি গ্রেফতার ও মামলার তদন্তের নির্দেশনা দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এবং পরে লামা থানার সহযোগিতায় ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের দ্রুত অভিযানের ফলে ৭২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন হবে বলে জানাযায়।

নিহত নুরুল আবছার মামুন(২১) পিতা: আনোয়ার হোসেন মাতা: রাবেয়া বেগম, তার সৎ ভাই আবু মুছা পিতা: কামাল হোসেন মাতা: রাবেয়া বেগম নিহত নুরুল আবছার মামুনকে কানে যখম করায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তথ্যসূত্রে জানা যায়।

নুরুল আবছার মামুন ছিল তার মা রাবেয়া বেগমের ২য় স্বামী পিতা: মৃত আনোয়ার হোসেনের সন্তান। সে বর্তমানে লামা সরকারী মাতামহুরী সরকারী কলেজের ২০২৫ শিক্ষা বর্ষের পরিক্ষার্থী । তার সৎ ভাই আবু মুছা মাতা রাবেয়া বেগমের প্রথম স্বামী কামাল হোসেনের ছেলে ।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com