
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার ৬ জানুয়ারী ২০২৫ তারিখে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যেগে পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাহার ব্রিকস-ডুমুরিয়া, খুলনা কে সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়।
এবং ডুমুরিয়া উপজেলায় ০৭টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে (১) জমাদ্দার ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা, (২) লুইন ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা, (৩) সেতু ব্রিকস-৪, ডুমুরিয়া, খুলনাকে ১,০০,০০০/-টাকা , (৪) স্টোন ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা (৫) মেরি ব্রিকস, রানাই, খর্নিয়া, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা (৬) নুরজাহান-১ ব্রিকসকে ২,০০,০০০/-টাকা এবং (৭) জেসি-১ ব্রিকসকে ২,০০,০০০/- টাকাসহ মোট ০৭টি ইটভাটাকে ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে এবং স্কেভেটর দিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।