ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট রোবাস্ট পেট্রোল

‎রাজধানী ঢাকা, কেরণীগঞ্জ, মুন্সিগঞ্জ,ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার।

‎গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থবির হয়ে পড়ে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যাকান্ড, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়।

‎এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা গত ১৯ ডিসেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক ডাকাতি। এই ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে যায়। এছাড়াওরাজধানীরযাত্রাবাড়ী,কামরাঙ্গীরচর,মুন্সিগঞ্জের শ্রীনগর,ফরিদপুর ও রাজবাড়ী জেলার বেশ কিছু জায়গায় সম্প্রতি ছিনতাই এবং ছিনতাই পরবর্তী হত্যাকান্ডের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

‎এরই প্রেক্ষিতে ছাত্র-জনতার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর, কোতায়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, নবাবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম শুরু করেছে। র‌্যাব-১০ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা ও র‌্যাব-১০ এর আওতাধীন অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল মোতায়েন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে আশপাশের অন্যান্য জেলা যেমন মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুরে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব-১০ এর বিশেষ টিম কাজ করছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুনঃ