
বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবান আলীকদম উপজেলার দক্ষিণ নোয়াপাড়া এলাকায় পারিবারিক জায়গাজমি ও গরু ভাগাভাগির জেরে বড়ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত নুরুল আবছার মামুন(২১) পিতা: আনোয়ার হোসেন মাতা: রাবেয়া বেগম, তার সৎ ভাই আবু মুছা পিতা: কামাল হোসেন মাতা: রাবেয়া বেগম নিহত নুরুল আবছার মামুনকে কানে যখম করে তথ্যসূত্রে জানতে পারি থাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে।
শনিবার চার জানুয়ারি ২০২৫ইং সকাল সাড়ে ৯টায় আলীকদম উপজেলা দক্ষিণ নোয়াপাড়া এলাকায় মর্মান্তিক মৃত্যুর এই ঘটনা ঘটেছে।
নুরুল আবছার মামুন ছিল তার মা রাবেয়া বেগমের ২য় স্বামী পিতা: মৃত আনোয়ার হোসেনের সন্তান। সে বর্তমানে লামা সরকারী মাতামহুরী সরকারী কলেজের ২০২৫ শিক্ষা বর্ষের পরিক্ষার্থী। তার সৎ ভাই আবু মুছা মাতা রাবেয়া বেগমের প্রথম স্বামী কামাল হোসেনের ছেলে । আলীকদম সদর হাসপাতালে দায়িত্বরত ডাক্তার সৌরভ এর ভাস্যমতে নিহত নুরুল আবসারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার ফলে মাথায় রক্ত জমাট বদ্ধ হয়ে মারা যায় বলে ধারণা।
আলীকদম সদর হাসপাতালে দায়িত্বরত ডাক্তার সৌরভ বলেন নিহত নুরুল আবছারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার ফলে মাথায় রক্ত জমাট বদ্ধ হয়ে মারা যায় বলে ধারণা করেছেন।স্থানীয়রা বলেন, জায়গা ও গরুর ভাগাভাগির জেরে দু-ভাইয়ের হাতাহাতি ও মারামারির এক পর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে জানাযায়।