ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

কচ্ছপিয়ায় বিএনপির সম্মেলন

সবদলের প্রভু আছে কারো ভারত কারো পাকিস্তান কিন্তু বিএনপির কোন প্রভূ নেইবিএনপি বাংলাদেশ পন্হী দল উল্লেখ করে বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন,ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু:শাসনে বিএনপির নেতা-কর্মীরা মামলায় জর্জরিত। আওয়ামী লীগ দু:শাসনের আমলে শুধু বিএনপি ই আন্দোলন সংগ্রাম করেছিলেন। এ কারণে নেতা-কর্মীরা মামলা -হামলার শিকারে পড়েন। জেল-জুলুম ও প্রতিহিংসায় এলাকা ছাড়া ছিল। তখন মাঠে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তবুও আজ বলব, ফ্যাসিবাদ বিরোধী সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে জাতির কল্যাণে। শুক্রবার ( ৩ জানুয়ারী) বিকাল ৩ টায় গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে বিশাল জনসভায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী শাসন ছিল লুটপাটের-দুর্নীতির। এভাবে এক সময় জনশূণ্য হয়ে যাওযার কারণে তারা রাতে ভোট চুরি করে ক্ষান্ত হননি। পরাজিত হওয়ার ভয়ে আবার দিনেও ভোট ডাকাতি করে বিশ্ব দরবারে নব্য স্বৈরাচার নাম খ্যাতি পেয়েছিল। তাই তারা আজ দেশছাড়া। তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।

সাবেক এমপি কাজল আরো বলেন,কচ্ছপিয়া-গর্জনিয়ার মানুষ ও মাটি বিএনপির ঘাঁটি। এ এলাকার মানুষের জন্যে আমি কোন দিন শোধ পারবো না। তবে বর্তমানে এ এলাকায় মারামারি-হানাহানি যা হচ্ছে, তা বন্ধ করুন। এলাকার মুরব্বিরা বসুন,সমাধান করুন। নচেৎ কারো লাভ হবে না। এলাকা শান্ত রাখুন। সংশ্লিষ্টদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন,ফ্যাসিষ্টদের দমনে বিএনপির পাঁচশত নেতা-কর্মি শহীদ হয়েছিল। এছাড়া আরো যারা শহীদ হয়েছে- আহত হয়েছে আজ তাদের কথা স্বরণ করছি।ছাত্ররা আমাদের প্রাণের ধন। ছাত্ররাই বিশ্ব জয় করবে একদিন। এ ছাত্র-ছাত্রী আপনার আমার সন্তান।

ধানের শীষ পাগল বিশাল জনতার উদ্দেশ্যে লুৎফর রহমান কাজল বলেন,শহীদ জিয়া এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছিলেন। বেগম জিয়া এ দেশের মানুষকে ভালবেসে জেলখানায়
দুর্বিসহ জীবনে নিজের সবশেষ করে দিয়েছেন। আর আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান আওয়ামী লীগের অমানবিক অত্যচারে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর দেশের বাইরে থেকেও দেশের মানুষের জন্যে সবকিছু করেছেন- এখনও করে যাচ্ছেন। সুতারাং বিএনপি যেহেতু দেশপ্রেমিক দল,সেহেতু সবাইকে তা বুঝতে হবে,দেশকে ভালবাসতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। দলের সবাইকে এলাকার মানুষের জন্যে কাজ করতে হবে। অন্যায় থেকে দুরে থাকলে দেশের-দশের কল্যাণ হবে। প্রধান অতিথির বক্তব্যের আগে সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্ভোধন করেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু।কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাইমুনুল হক ও কলিমুল্লাহ সভার সঞ্চালনা করেন।এতে অন্যাদের মধ্যে বক্তব্যে রাখেন রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক মেহরাজ আহমদ মাহিন চৌধুরী, ফোরকান আহমদ, ফয়সাল কাদের,ব্যারিস্টার শামসুল ইসলাম,জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার বিএনপি নেতা আলহাজ্ব ফরিদুল আলম,কাজী এম, আবদুল্লাহ আল মামুন,রেজাউল করিম টিপু,নজির হোসেন মেম্বার,শফিকুল আকবর হেলাল,আবদুল করিম কোং,আজিজুল হক,বিএনপি নেতা নজরুল ইসলাম,দিদারুল আলম, আবদুল আলিম, দিদারুল আলম,রাশেদ সিকদার,কামাল উদ্দিন চেয়ারম্যান,রামু উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক শাহনুর উদ্দিন বাবু,মন্জুর আলম,
বি,এন,পি নেতা আবদুর রহিম,জয়নাল আবেদীন বাবু ,রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম সদস্য সচিব তৌহিদুল ইসলাম,উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক,কচ্ছপিয়া বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম,যুগ্ন আহবায়ক নুরুল আমিন, শাহাজান লুতু, এরশাদ উল্লাহ প্রমূখ।

শেয়ার করুনঃ