ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ

আদাবরে নবদম্পতিকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা, গ্রেফতার ৩

রাজধানীর আদাবরে নবদম্পতি জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা আদায় ও মারধরের অভিযোগে চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টায় আদাবর থানার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ১০ নম্বর রোডের ১১/১ বাসায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ রাত দেড়টার দিকে ভুক্তভোগীদের উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-জসীম (৩৩),জিহাদুল ইসলাম শুভ (১৯) ও ফয়সাল (১৮)।

ভুক্তভোগী ইকবাল হোসেন জানান,‘আমি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকার ১০ নম্বর রোডের ১১/১ নম্বর বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকি। একই এলাকার রিপন মিয়ার নেতৃত্বে গতকাল রাত দশটায় আমার বাসায় সন্ত্রাসী স্টাইলে ১৫-২০ জন লোক প্রবেশ করে। তখন তারা আমার খাটের ওপর বসে সিগারেট ধরায়। এ সময় আমার স্ত্রী ও আমাকে দুইজনকে মারধর শুরু করে বলতে থাকে,তোরা বিয়ে ছাড়া একসাথে থাকস। এখন তোদেরকে পুলিশের হাতে তুলে দিবো। এমন কথা বলে আমাদের প্রচন্ড মারধর করতে থাকে আর বলতে থাকে আমাদের বিশ হাজার টাকা দে। তাহলে সব সমস্যার সমাধান করে দিবো। তখন আমাকে এবং আমার স্ত্রীকে আলাদা করে অন্য জায়গায় নিয়ে যায়।’

ইকবাল আরও বলেন,তারা সাত মাস আগে পারিবারিক ভাবে বিয়ে করেছি। তিনি নবদয় হাউজিং এলাকা একটি খাবার হোটেলে কাজ করি। তার স্ত্রী ডে কেয়ার সেন্টারে কাজ করে। গ্রামের বাড়ি থেকে কাবিনের কাগজের ছবি তুলে তাদের পাঠানো হয়। তখন সন্ত্রাসীরা বলে এটা ভুয়া কাবিন। এরপর তাদের বিয়া পড়ানো কাজীর সঙ্গে কথা বলিয়ে দেই তাকেও তারা নানা ধরনের হুমকি দিতে থাকে। পরবর্তীতে পুলিশ আসলে তারা কাবিনসহ সকল তথ্য যাচাই করে আমাদের বিয়ের সত্যতা পায়।

ভুক্তভোগীর স্ত্রী পিংকি আক্তার জানান,‘আমি বাসায় প্রবেশ করে কাপড় পরিবর্তন করছিলাম। এ সময় ৫-৭ জন বাসায় প্রবেশ করে আমার কাপড় ছিনিয়ে নিয়ে আমাদের মারধর শুরু করে। পরে আমাকে আমার স্বামী থেকে আলাদা করে নানা ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। তখন আমাকে বলে,বিশ হাজার টাকা দে। না হয় আমরা তোর ক্ষতি করবো। পরে আমাকে একটি ঘরের ভিতর তালা মেরে আটকে দিয়ে কয়েকজন প্রবেশ করে আরও মারধর করতে থাকে। এ ঘটনায় আমরা থানা পুলিশকে ফোন দিলে তারা এসে আমাদের উদ্ধার করে। সকালে আমরা থানায় গিয়ে এ ঘটনায় একটা মামলা দায়ের করি।’

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া বলেন,একটি নবদম্পতি পরিবার কে গতকাল রাতে জিম্মি করে চাঁদাবাজ চক্রের সদস্যরা চাঁদা আদায় করার চেষ্টা করে। এসময় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেছে। আমরা আটক তিনজনকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ