ঢাকা, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে হুমকির বিচার চেয়ে থানায় অভিযোগ
ইসরায়েলি পন্য বয়কটের দাবিতে পল্লবী থানা যুবদলের বিক্ষোভ
কালিগঞ্জের লম্পট গৌরপদ মন্ডল গ্রেফতার
বিরামপুরে শ্রমিক দলের ঈদ পুনর্মিলনী
আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা গ্রেপ্তার-১
বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে জলবায়ু যোদ্ধাদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-র‍্যালি
বাকাশিবোর চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছাও অভিনন্দন পেয়েছেন প্রকৌশলী রুহুল আমিন
বান্দরবানের কালাঘাটায় বিএনপির অফিস ভাংচুরের প্রতিবাদে-নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ
রামপুরায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর চাঁদা দাবী,উদ্ধারে পুলিশ
রূপসায় ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে বিএনপির ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা 
বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া ফিশিং ট্রলারসহ ৬৭ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
দুই কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীকে ধরলো সেনাবাহিনী
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

আমুর এপিএসের মিথ্যা অভিযোগে দীর্ঘ ২৮ মাস পর মাদ্রাসায় যোগদান করেছেন সহকারী শিক্ষক

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: আমুর এপিএসের মিথ্যা অভিযোগে ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান দীর্ঘ ২৮ মাস পরে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় যোগদান করেছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি মাদ্রাসায় যোগদান করেন। এরআগে ২৪ ডিসেম্বর লিখিত ভাবে যোগদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আলতাব হোসেন সিকদার, সহকারী মৌলবী মো. আনোয়ার হোসেন, মো. মাসুদুর রহমান, মো. লোকমান হোসেন, সহকারী জয় মন্ডল, মো. মোশারেফ হোসেন, মো. নূরুলহক হোসেন। এছাড়াও সাবেক অধ্যক্ষ নূরুল আলম, মাদ্রাসার দাতা সদস্য আব্দুল আজিজ আকন, নান্নু সিকদার, সাবেক ইউপি সদস্য বাবুল তালুকদার, ফোরকান তালুকদার, শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় শতাধিক লোক।জানাগেছে, সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর এপিএস দাবি করা আবুল কালাম আজাদ তালুকদার ক্ষমতার বলে ওই মাদ্রাসার সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য করেন, তার প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলার, পিরোজপুর দুদক, মাদ্রাসার শিক্ষা বোর্ডসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের কারণে তার সহকারী শিক্ষক চাকুরি সাময়িক ভাবে স্থগিত করা হয়। এরপর দুদক, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার, নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তারা তদন্ত করে এবং উভয় পক্ষের কাগজপত্র দেখে অভিযোগের সততা না পাওয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া সহকারী শিক্ষক পদে মো. মজিবুর রহমানকে বহাল রেখে নোটিশ করা হয়। গত ২৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও মো. মজিবুর রহমানকে নিয়ে একটি সভা করেন। এরপর তার সহকারী শিক্ষক পদবী বহাল রেখে রেজুলেশন করে তাকে লিখিত ভাবে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ২৪ তারিখ ডিসেম্বর লিখিত ভাবে যোগদান করেন।এ বিষয়ে সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, বেআইনি ভাবে আমাকে দীর্ঘ ২৮ মাস হেয় প্রতিপন্ন করা হয়েছে। বেতন না পাওয়ায় আমার ছেলে মেয়েসহ পরিবারের সবাই অনেক কষ্টে জীবনযাপন করেছি। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আইনি লড়াইয়ে জয়লাভ করেছি।

শেয়ার করুনঃ