ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বংশালে লেপ-তোষকের দোকানে আগুন,নিহত ১
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক

রূপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুবৃত্তদের আগুন

নারায়নগঞ্জের রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান কার্যালয়ে দূবৃত্তরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ পুরো কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংগঠনটির কর্তৃপক্ষ।

শনিবার (২৮- ডিসেম্বর) রাত দুইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

স্থানীয়রা বলেন,পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে রাতে আগুন লাগানো হয়েছে। ছাত্র সমাজ যেভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদের এ আন্দোলন সংগ্রাম রুখতেই এ আগুন লাগানো হয়েছে। এটা একটা নেক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্টু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।

প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের যুগ্ন সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ বলেন, এই কার্যালয়ে আগুন লাগার ঘটনায় সম্পূর্ণ ধারণা করা হচ্ছে পতিত স্বৈরাচারের দোষর যারা ৫ই আগস্ট এর আগে আমাদের আন্দোলনের যে বিপ্লবী ভূমিকা ছিল এ বিপ্লবী ভূমিকাকে তারা রুখতে চেয়েছিল এবং ৫ই আগষ্টের পরে আমাদের এই বিপ্লবি ভূমিকা সারা রূপগঞ্জে আমরা ছড়িয়ে দিয়েছি। এ স্পীডকে দমন ও ছাত্র সমাজকে ধ্বংস করতেই পতিত সরকারের দোষররা আমাদের এ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। আমরা প্রসাশনের কাছে এ নাষকতার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবী করছি।

রূপগঞ্জ থানা (পিএবি) সংগঠনের সভাপতি জিদান মোল্লা বলেন, শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের ছাত্রদের সামাজিক সংগঠন ‘প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ (পিএবি)’ এর প্রধান কার্যালয়ে আগুন লাগিয়ে পুরো কার্যালয় পুড়িয়ে দিয়েছে। পিএবি’র দায়িত্বশীল ও স্থানীয় লোকজন ধারণা করছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি , ফলে পিএবি-র প্রধান কার্যালয় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এই অফিস শুধু একটি সাধারণ সংগঠন অফিস ছিল না। এটি ছিল রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রবিন্দু।

নারায়ণগঞ্জ জেলা গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদ ইসলাম বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ