
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা:নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম শনিবার (২৪শে মে) সকাল ৯ টার দিকে আত্রাই থানায় বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ মুশফিকুর রহমান ও আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন,থানায় আগত সেবা প্রার্থীদের সাথে অবশ্যই সদাচরণ, মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থাসহ ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি কার্যকরী ও পেট্রোলিং এর পাশাপাশি মাদক অভিযানে পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বানসহ
থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
পরে পুলিশ সুপার থানার আশেপাশে মেস্, ব্যারাক পরিদর্শন করেন এবং এসব এলাকা আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে তিনি অফিসার ইনচার্জকে সক্রিয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন।
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে আত্রাই থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগনের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজের লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও অবৈধ ফুটপাতের দোকান থেকে এলাকাকে মুক্ত রাখার আহবান জানান তিনি ।
এ সময় আত্রাই থানা পুলিশের সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।