
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে বালিঘাটা ইউনিয়নের কোকতারা যুব সমাজের আয়োজনে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুছ ছায়াদাত।
বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা বিএনপি’র দুঃসময়ের কান্ডারী মোঃ আব্দুল গফুর মন্ডল।আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর মোঃ শামীম হোসেন মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, বালিঘাটা ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউপি সদস্য আবু হোসেন আবু, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন প্রমুখ। শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।