ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে থানার অনুষ্ঠানে অতিথি জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি, সর্বত্র তোলপাড়

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার দুই আসামি হাফেজ তৈয়বকে কোতোয়ালি থানার একটি দোয়া মাহফিলে অতিথি করার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনকারীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। থানার এই দোয়া মাহফিলে একই হত্যা মামলার ৯১ নম্বর আসামী আজাহার উদ্দিনও উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানায় খতমে কুরআন ও খতমে বুখারী শরীফের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন পতিত, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাবেক একাধিক মন্ত্রী ও এমপির সাথে সখ্যতা থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার ৯০ নম্বর আসামি হাফেজ তৈয়ব এবং ৯১ নম্বর আসামী আজাহার উদ্দিন।

উল্লেখ্য হাফেজ তৈয়ব পরিবেশ অধিদপ্তরের একাধিক মামলার দন্ডপ্রাপ্ত আসামী। এছাড়াও বায়েজিদ এবং খুলশী থানাধীন একাধিক সিআর এবং জিআর মামলার আসামী।

চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার দুই আসামী খোদ থানায় পুলিশের অনুষ্ঠানে যোগদানের ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর সর্বত্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ছবিতে থানার এই অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ থানার অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হৃদয় তরুয়া হত্যা ঘটনায় মামলার আসামি হাফেজ তৈয়ব এবং অপর আসামী আজাহার উদ্দিনকে বক্তব্য দিতে দেখা যাচ্ছে।
নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া হত্যা মামলার ৯০ নম্বর আসামী হাফেজ মোহাম্মদ তৈয়ব এবং ৯১ নম্বর আজাহার উদ্দিন।

ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গত ১৫ বছরে সরকারের সাবেক প্রায় মন্ত্রীর সাথে হাফেজ তৈয়বের ছবি রয়েছে। এছাড়াও চট্টগ্রামের সাবেক মন্ত্রী-এমপি সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সঙ্গে সখ্যের সুযোগে বিগত ১৫ বছরে বেপরোয়া ছিলেন হাফেজ তৈয়ব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি কিভাবে থানার অনুষ্ঠানে গেলেন এই ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে মুঠো ফোনে একাধিকবার কল দিয়ে ও পাওয়া যায়নি।পরবর্তী কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই প্রতিনিধিকে ফোন করে জানান উনি স্বল্প সময় হয় এই থানায় বদলি হয়ে এসেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারী কর্তৃক থানায় হামলা ,ভাঙচুর অগ্নিসংযোগ পরবর্তী সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে শান্তি ও মঙ্গল কামনায় একটি দোয়া মাহফিল আয়োজন করেছি। এসময় উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারী নেতৃত্বদানকারী মামলার আসামি কেউ উপস্থিত থাকলে বিষয়টা আমার নজরে ছিল না। এরকম কিছু হয়ে থাকলে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং উল্লেখিত আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

শেয়ার করুনঃ