ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় পরকীয়ার বলি সন্ধ্যা কে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
বরগুনায় জলবায়ু ন্যায়বিচার দাবিতে তরুণদের ২২ সংগঠনের ধর্মঘট
কালীগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারে যুবকরা
মেলান্দহে বৈশাখী মেলা শুরুর আগেই গাঁজা বিক্রির হিড়িক
সরাইলে দু’গ্রুপের সংঘর্ষে চির বিদায় নিলেন জসিম উদ্দিন
বিএনপি নেতার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক সাইফুল আটক
১৮ রোহিঙ্গাসহ ২১ ইয়াবা পাচারকারী আটক
মোহাম্মদপুরে দিনব্যাপী সাড়াশি অভিযান,গ্রেফতার ১৩
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন

ঘুষ নিয়েও যায়নি তদন্তে, সাংবাদিকদের বললেন এত মাতামাতি কেন

জামালপুরের ইসলামপুরে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে ঘুষ নিয়েও তদন্তে না যাওয়া ও এ ব্যাপারে তথ্য জানতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই এসআই এর নাম মোঃ এমদাদুল হক ( বিপি নং- ৭৯০০০২৩৩০২) সে ইসলামপুর থানায় কর্মরত।

গতকাল মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানায় তিন সাংবাদিক তথ্য নিতে গেলে সাংবাদিকদের সাথে এ অসদাচরণ করেন তিনি। এর আগে গত ১৭ ডিসেম্বর আমালউদ্দিন নামে এক ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের অগ্রগতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচারণ করেন।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় তারতাপাড়া এলাকার গাজী ফকিরের ছেলে মোঃ আমালউদ্দিনের ভোগদখলীয় ৭৪ শতাংশ জমিতে থাকা গম পুর্ব শত্রুতার জেরে জমি দখলের উদ্দেশ্য দলবল নিয়ে নষ্ট করে ফেলে। এতে বাঁধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি প্রদান করে।

পরে বিকেলে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আমালউদ্দিন। এসময় নোয়ারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই এনামুল ঘটনাস্থলে যাওয়ার জন্য ১ হাজার টাকা নেন। এরপর একে একে এক সপ্তাহ পার হলেও তিনি তদন্তে যাননি।

এ তিন সাংবাদিক তথ্য নিতে গেলে অভিযুক্ত এসআই এমদাদুল সাংবাদিকদের সাথে অসদাচরণ করে বলেন, নদীর ওপারে সমস্যা যাওয়া যায়নি, পুলিশে চাকরী করি বলেই মরতে যাবো নাকি, আপনারা এটা নিয়ে এত মাতামাতি করেন কেন? আপনাদের কলম আছে কি লিখবেন, লিখেন সমস্যা নাই’।

এ বিষয়ে ভুক্তভোগী আমালউদ্দিন বলেন, একটি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম এসআই এমদাদ এক হাজার টাকা নিয়েছে তদন্তে আসার জন্য। অনেক দিন হয়ে গেল সে আসেনা তদন্তে। আমার অনেক টাকার ফসল নস্ট করে ফেলেছে। তাকে অনেকবার কলও দিয়েছি। নানান বাহানা দেখায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তাদের ফোন নাম্বারও নিয়েছে। মনে হয় তাদের থানায় ডেকে ওদের থেকে টাকা খেয়ে আসতেছেনা। তারা এখন হুমকি দিচ্ছে এটা নিয়ে বাড়াবাড়ি করলে থানায় মামলা দিবে। লোকবল নিয়ে জমিতে ঘর তুলবে। থানায় অভিযোগ দিয়েও যদি এমন হয় আমরা বিচারের জন্য কোথায় যাব?

এ বিষয়ে অভিযুক্ত এসআই এমদাদুল হক কে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ জানান, আমি বাহিরে আছি,একটু সময় দেন, থানায় গিয়ে ব্যবস্থা নিবো।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম) জানান,

ওই এসআই এর নাম – ঠিকানা দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ