
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারাদেশে তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছেন।
তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতের প্রতিটি কর্মী এ সকল কাজকে আল্লাহ্র সন্তুষ্টির জন্য করে থাকে। অতীতের বিভিন্ন ক্লান্তিকালে করোনা মহামারী, বন্যায় জামায়াত জনগণের পাশে এসে দাঁড়িয়েছে । মানবিক কাজের জন্য জামায়াতকে সবসময় বাঁধার মুখে পড়তে হয়েছে। কিন্ত জামায়াত জনগণকে সাথে নিয়ে সকল বাধা অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, মহান আল্লাহ্ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের যাবতীয় ভালো মন্দের মালিক। সুতরাং দেশের জনগণের কল্যাণের আইন পেতে হলে কুরআনের পক্ষের মানুষকে সংসদে নিয়ে যেতে হবে এবং কুরআনের আইন প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করতে হবে।ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সমাজে ধনী-গরিবের বৈষম্য দূর হবে, দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন হবে, এবং নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
ইসলাম প্রতিষ্ঠিত থাকলে মুসলিম ও অমুসলিম সবার লাভ হবে। কিন্তু ইসলামের বিধান না মানায় বিগত স্বাধীনতার ৫৪ বছরে কেউ তার অধিকার পাইনি। সময়ে সময়ে স্বৈরাচারীরা ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা সহ দেশকে করে ধ্বংস করেছে। মানুষের কোন কল্যাণ বিগত ৫৪বছরে কোন সরকার করেনি।
কিন্ত ২৪ শের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জাতি জালেম তাড়িয়েছেন এবার জুলুম তাড়াতে হবে। নতুন বৈষম্যহীন সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ উদাত্ত আহ্বান জানান।
রিশিকুল ইউনিয়ন আমীর আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি মো রমজান আলী, উপজেলা আমীর মোঃ নোমায়ন আলীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
ছবি আছে।
মো: নুর কুতুবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬-০৩৪৬৭৫
২০/১২/২০২৪ ইং।