ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

পাঁচবিবিতে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচবিবিতে আওয়ামীলীগ নেত্রী পাঁচবিবি পৌরসভার সাবেক কাউন্সিলর রেশমা খাতুন আন্নীর বিরুদ্ধে হাইকোটের নিশেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া বাহিনী দ্বারা মারপিট করে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় নারায়নপুর গ্রামের কৃষক হাসান আলী সরকারের পুত্র মন্টু সরকার।
শুক্রবার সকালে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার পুত্র হাফেজ ইব্রাহিম সরকার সবুজ ও ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বাবু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর মৌজার সিএস ২৪খতিয়ান এম আর ০৩ খতিয়ান, উভয় খতিয়ানের ৭৮দাগ, পরিমাণ: ৩৩ শতক, ভিটা জমি আমার নানীর মা নয়াবিবি পরবর্তীতে নানী অকিমন নামে থাকা অবস্থায় বিগত ১৭/০৪/১৯৬৯ইং সনে আমার নানী নালিশী জমিটি আয়েজ উদ্দীনের নিকট ৫১৫১ নং দলিল মূলে ৩৩ শতক বিক্রয় করেন। পরবর্তীতে ২৯/০৭/১৯৯১ইং সনে আয়েজ উদ্দীন ঐ নালিশী জমিটি বিক্রয় করিলে আমার খালা খুকিমন ৫৫১৭ নং দলিল মূলে মালিক হয় এবং তার নামে ডিপি খতিয়ান ১৯০ এবং আর এস খতিয়ান ৩৯, দাগ-২০৪ ভিটা, ২১ শতক জমি, চূড়ান্ত রেকর্ড হয়। এই খতিয়ানে ১১ শতক জমি রেকর্ড কম হওয়ায় খুকিমন বাদী হয়ে ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ৪৪/১৭ নং মোকর্দ্দমা আনয়ন করেন। এরপর ট্রাইবুনাল আদালত বিগত ০২/০৫/২০১৯ইং তারিখে ৩২ শতক সম্পত্তি খুকিমন নামে ডিগ্রী প্রদান করেন। ডিগ্রী পেয়ে খুকিমন ও তার ওয়ারিশগণ যথাক্রমে দুদু, খোকন, জরিনা, শিউলী, শেফালী, মুন্নি গং নালিশী সম্পত্তিটি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন।
অপরদিকে জমিটি নিয়ে প্রতিপক্ষগণ পাঁচবিবি সহকারী জজ আদালতে ০৫/২০০২ নং বন্টন মামলা আনয়ন করিলে আদালত মামলাটি খারিজ করেন। ঐ মামলাটি পরবর্তীতে যুগ্ম জেলা জজ আদালতে আপিল করে। এতেও মামলাটি খারিজ হয়। পরবর্তীতে হাইকোটে ৪১৭৭/১৬ সনে মামলা আপিল করে। বর্তমানে মামলাটি হাইকোটে চলমান, হাইকোট থেকে এই জমিতে নিশেধাজ্ঞা দেওয়া আছে। এরপরেও প্রতিপক্ষ আওয়ামী লীগ নেত্রী রেশমা খাতুন আন্নী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নেত্রী পরিচয়ে ২৪/১০/২০১৮ ইং তারিখে
তৎকালীন পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাড়িঘর ভাংচুর, লুটপাট, খুন, জখম করে।
এবং হাইকোটের নিশেধজ্ঞা ভঙ্গ করে বিবাদমান জমির ৩০টি গাছ ও ১৫০টি বাঁশ কর্তন করে কবরস্থানসহ জমি দখলের চেষ্টা করে (এই কবরস্থানটি প্রথম শ্রেণীর মেজিট্রেট কর্তক স্বীকৃত)। এই ঘটনার বিষয়ে আমি জয়পুরহাট আদালতে প্রতিকার চেয়ে ৫সি/২০১৮নং মামলা করেছি যা চলমান। এই আওয়ামী লীগ নেত্রী বিগত ২০২২ সালে জালিয়াতির ভোট নাটকের মাধ্যমে পৌর কাউন্সিলর নির্বাচিত হয়ে আরো বেপরোয়া
রুপ ধারণ করে। এসময় আমরা আসহায় বিএনপি সমর্থিত পরিবার হওয়াই তদের দ্বারা সকল প্রকার নির্যাতনের স্বীকার হই। এর ধারাবাহিকতায় সুযোগ বুঝে আবারও হাইকোটের নিশেধজ্ঞা ভঙ্গ করে গত ২১/১১/২০২৪ ইং তারিখে একই গ্রামের প্রতিপক্ষ আবু সাত্তারের ছেলে ওয়াসিম, মাসুদ, হাফিজার, মৃত- সাইফুলের ছেলে আপেল, মেয়ে আওয়ামী লীগ নেত্রী সাবেক মহিলা কাউন্সিলর আন্নি ও আব্দুস সাত্তারের ছেলে আবছার, ওয়াসিমের ছেলে চাঁদ সহ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে নালিশী জমিটি
দখল করার জন্য লাঠিসোটা, বাটাম ও দেশীয় অস্ত্র হাসুয়া, রড, সাবল নিয়ে বাশ বেড়া ও তার দিয়ে জবর দখলের চেষ্টা করে। এতে আমিসহ খুকিমনের ওয়ারিশগণ তাদেরকে বাঁধা দিলে তারা আমাদেরকে মারপিট সহ প্রাণ নাশের হুমকি দিয়ে মারতে তেড়িয়ে আসিলে আমরা প্রাণের ভয়ে বাড়ীতে দৌড়ে এসে প্রাণ বাঁচাই। এ সময় হাইকোটের নিশেধজ্ঞা ভঙ্গ করে প্রতিপক্ষগণ অন্যায়ভাবে জমিটি জবর দখলের উদ্দেশ্যে ইট, বালি দিয়ে প্রাচীর ও স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। আমরা নিরুপাই হয়ে এই অবৈধ দখল বন্ধের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুনঃ