
খেলাধুলার আয়োজনের মাধ্যমে বিজয়ের উল্লাসে মেতেছিল ধরঞ্জী ইউনিয়ন বিএনপি। শুধু তাই নয় তারেক জিয়ার নির্দেশে শীতকালীন দুস্থদেরও গরম কাপড় বিতরণ করলেন বিএনপি নেতারা।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ রবিবার সারাদিনব্যাপী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শিশু থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে সন্ধ্যায় ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ।
উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুর রহমানের সুযোগ্য পুত্র ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল ও ধরঞ্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মাস্টার প্রমুখ। শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার ও দেড়শ জন দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।সার্বিক সহযোগিতায় ছিলেন ২ নং ধরঞ্জী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন।