ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত গ্রেফতার ১
গাজায় ইসরাইলের যুদ্ধ আগ্রাসনের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ ও মানববন্ধন
তাড়াশে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল
ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে ইসরাইলীদের নৃশংস হামলার প্রতিবাদে বোদায় মানববন্ধন
ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
লক্ষ্মীপুরে গাজায় গণহত্যার প্রতিবাদে হরতাল-বিক্ষোভ মিছিল
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে তৌহিদি জনতার বিক্ষোভ
চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ডাক্তার-নার্সদের ঘুমে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা
বিরামপুরে গাজায় বর্বর হালমার প্রতিবাদে সমাবেশ
বাম হাত অবশ হওয়ার শঙ্কায় দিন কাটছে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া’ সোহানের’
আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরে বাসন্তী পূজা সম্পন্ন

মিরসরাইয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক মোহাহম্মদ মোকাররম হোসেন চৌধুরী। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এসময় তিনি লিখিত বক্তব্য প্রদান কালে তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের লিখিত ব্যখ্যা দিয়ে বলেন, তার এবং অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক ছাত্র জনৈক নুর আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৩টা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়গুলো হলো- চলতি বছরের ৫ আগস্ট থেকে প্রধান শিক্ষক এবং অফিস সহকারী বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিগত ২০২১ সালে এসএসসির ফরম পূরেণর টাকা (বোর্ড থেকে ফেরত আসা) আত্মসাৎ করা এছাড়াও বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করা। উক্ত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দায়িত্ব দেন। তারা তদন্ত করে ২টি রশিদ বইতে টাকা আদায় এবং অফিস সহকারী সাদ্দাম ২ পদে থেকে সম্মানি ভাতা নেয়ার বিষয়ে সঠিক জবাব পান নি এবং অন্যান্য বিষয়ে সাক্ষ্য-প্রমান না পাওয়ায় আনিত অভিযাগ মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করেন।
এদিকে স্কুলের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন স্থানীয় কতিপয় সংবাদ কর্মীকে কয়েকটি মিথ্যা তথ্য দিয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশে আগ্রহী করেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করা, শিক্ষক কর্মচারীদের ৯ মাসেন বেতন-ভাতা না দেয়া। যা সম্পূর্ণ মিথ্যা বলে উক্ত ঘটনায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। মিথ্যা ঘটনা সাজিয়ে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেন। বর্তমানে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যানেজিং কমিটির সভাপতি) কর্তৃক গত ২৬ সেপ্টেম্বর থেকে এবং অফিস সহকারী প্রধান শিক্ষক কর্তৃক ছুটিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেয়ার করুনঃ