
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জাধীন ইউনিটসমূহের মধ্যে আন্তঃক্লাব (ফুটবল,ভলিবল,কাবাডি) আন্তঃ ব্যাটালিয়ন (ফুটবল, ভলিবল) ও মহানগর আন্তঃজোন (ভলিবল ও কাবাডি) খেলার শুভ উদ্বোধন করেন আনসার-ভিডিপি’র চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক ড. মো.. সাইফুর রহমান, উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস বলেন, “নিয়মিত খেলাধুলার মাধ্যমে বাহিনীর সদস্যদের শারীরিক-মানসিক সুস্থতা ও সক্ষমতা বজায় থাকবে এবং প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারী হিসেবে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবে”। এসময় তিনি বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়কে পূর্বের ন্যায় এবছর খেলার ধারাবাহিকতা বজায় রাখায় জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার ( ১৫ ডিসেম্বর ) সকালে আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ কার্যালয় ফয়’স লেক চট্টগ্রাম মাঠে উৎসবমুখর পরিবেশে উক্ত খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহন করেন চট্টগ্রাম রেঞ্জাধীন আন্তঃক্লাব, আন্তঃব্যাটালিয়ন আন্তঃজোন এ খেলা কয়েকটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে । ১৯ টি ব্যাটালিয়ন এবং ২ টি জোনের এবং ৫ টি জেলার আনসার ভিডিপি ক্লাব সমূহের মধ্যে বাছাই পর্বের বিজয়ী দলসমূহ পরবর্তীতে আনসার ও ভিডিপি একাডেমী সফিপুর গাজীপুরে চূড়ান্ত পর্বে খেলবে ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব মোহাঃ ইয়াছিন আরাফাত। আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ টিটুল মিয়া, উজ্জল ব্যানার্জী সহ বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডিআই/এসকে