
কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা’র সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়, ভুরুঙ্গামারী সহকারী পুলিশ সুপার সার্কেল মো.মাসুদ রানা, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আইনুল হক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।