ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

মিরসরাইয়ে সাংবাদিক আশরাফকে আইনজীবী আলিফ হত্যা মামলায় ফাঁসানোর হুমকি

মিরসরাইয়ে একটি জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিক আশরাফ উদ্দিনকে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের বিরুদ্ধে।
সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিক আশরাফকে হুমকির ৯ মিনিট ৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সংরক্ষিত আছে।

সেই কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদকে বলতে শোনা যায়, আপনি ইসকন সদস্য, আইনজীবী আলিফ হত্যার সঙ্গে আপনিও জড়িত আছেন। আইনজীবী আলিফ হত্যায় মামলায় আপনার নামও ঢুকবে।

অডিও কল রেকর্ডে মোশারফ হোসেন মাসুদ দাবি করেন, আপনাদের মতো সাংবাদিকরা আমার কাছে চাঁদা দাবি করেছেন। এ সময় সাংবাদিক আশরাফ মিরসরাইয়ে কর্মরত কোন সাংবাদিক তার কাছে চাঁদা চেয়েছেন জানতে চাইলে তিনি কারও নাম বলতে পারেননি।
এক পর্যায়ে অভিযুক্ত মোশারফ হোসেন মাসুদ উত্তেজিত হয়ে বলেন, আপনিও চাঁদা চেয়েছেন।

কিন্তু অডিও কল রেকর্ডে সাংবাদিক আশরাফ উদ্দিনকে মোশাররফ হোসেন মাসুদের কাছে চাঁদা চাইতে শোনা যায়নি বরং অন্ধ কল্যাণ সমিতির নামে মেলা করে কোন অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণ করা হয় তার হিসেব চেয়েছেন সাংবাদিক আশরাফ।

প্রসঙ্গত, মীরসরাই উপজেলার একমাত্র খেলার মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে (মিরসরাই স্টেডিয়াম) বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছেন অন্ধ কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। মীরসরাইয়ের গত ৩ মাসে ৩ টি হত্যা, চাঁদাবাজি, লুটপাট, চুরি, ছিনতাই মারামারি সহ বিভিন্ন কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যার কারনে মীরসরাই থানার ওসি আব্দুল কাদের কে বদলির করা হয়েছে। এতো কিছুকে উপেক্ষা করে ঝুঁকি পুর্ন মেলার আয়োজন করায় মেলার বিরোধীতা করে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে লিখিত আবেদন করেন। এ নিয়ে আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হয়।

হুমকি প্রসঙ্গে জানতে চাইলে দৈনিক ভোরের দর্পণের মীরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন বলেন, মীরসরাই উপজেলা মিনি স্টেডিয়ামে মেলার আয়োজন চলছে। মেলার আয়োজক, মেলার যুক্তিকতা ও অনুমোদন নিয়ে প্রথমে আয়োজন দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের কথা থা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে কথা বলি। ফরিদা খানম বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে মেলা করার প্রয়োজন নেই এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
পরদিন মঙ্গলবার রাতে মোশারফ হোসেন মাসুদ আমাকে ফোন দিয়ে বলেন ভাই আপনি ফোন করেছিলেন কিন্তু ব্যস্ততার কারনে আপনার সাথে কথা বলতে পারি নাই। আপনার এলাকায় মেলা করছি আপনার সহযোগিতা প্রয়োজন তাই আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু মেলায় মীরসরাইয়ের স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ততা ও তাদের ভুমিকা জানতে চাইলে এক পর্যায় তিনি দাবি করেন, মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা তাঁর কাছে চাঁদা চেয়েছে। আমি নাম জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাকে হুমকি দিয়ে বলেন, আমি নাকি ইসকন সদস্য। আইনজীবী আলিফ হত্যায় আমার হাত আছে। এবং খুব শিগগির হত্যা মামলায় আমার নাম জড়ানো হবে। সাংবাদিক আশরাফ বলেন, মিরসরাইয়ের দৃষ্টি প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে অন্ধ কল্যাণ সমিতির নামে মেলার আয়োজক মাসুদ উত্তেজিত হয়ে এসব কথা বলেন।

এবিষয়ে জানতে অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মোশারফ হোসেন মাসুদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ