
চন্দন ভট্টাচার্য্য, রূপসা( খুলনা) প্রতিনিধিঃ রূপসায় গরু চুরি করতে গিয়ে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিক কে আটক করেছে এলাকাবাসী।আটক নজরুল দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামের মৃত ফরমান ফকিরের ছেলে।
এছাড়া পালিয়ে যায় একই উপজেলার বারাকপুর গ্রামের ইমরান (৪০), নোয়াপাড়া গ্রামের ইমদাদ (৪০) রামপাল উপজেলার ফয়লা এলাকার সুজন (৪০), ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার হৃদয় (২৮) ও রূপসা থানার চর-রূপসা এলাকার সেলিম (৪০) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন।মামলা সূত্রে জানা যায়, উপজেলার সামন্তসেনা এলাকার মৃত কেরামত সরদার এর ছেলে সরদার মশিউর রহমান (সবুজ) (৫৫) ৫টি গরু লালন পালন করে আসছে।
গত ৮ ডিসেম্বর রাতে গরু গুলিকে গোয়াল ঘরে দেখে খাবার দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ৯ ডিসেম্বর রাত অনুমান ৩ ঘটিকার সময় শব্দ শুনিয়া তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম হইতে উঠিয়া দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা এবং পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু (একটি গাভি ও একটি এড়ে বাছুর) নাই। তখন তিনি রাস্তায় বের হয়ে দেখিতে পাই যে, উল্লেখিত আসামীরা রূপসা থানাধীন সামন্তসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরু দুইটি ট্রাকে উঠায়তেছে।
তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ও টহল পুলিশ উক্ত স্থানে উপস্থিত হইলে চোরেরা গরু দুইটি রেখে দৌড়িয়ে এদিক সেদিক পালাইতে থাকে। তখন স্থানীয় লোকজন ও টহল পুলিশের সহায়তায় আসামী মোঃ নজরুল ইসলাম কে আটক করেন। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। থানা পুলিশ আসামীকে হেফাজতে নিয়া জিজ্ঞাসাবাদে করিলে ধৃত আসামী জানায় যে, তার সাথে থাকা উল্লেখিত পলাতক আসামী ইমরান, ইমদাদ, সুজন, হৃদয়, সেলিম গন ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে গিয়াছে।এসময় চোরাই গরু বহন কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন ট্রাক যাহার ইঞ্জিন নং চঈ ঊত৪২৬২৮৪, চেচিস নং ঊঈঙগঊঞ ১০১২.এঘটনায় রূপসা থানায় মামলা দায়ের হয়েছে।