ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

নাজিরপুর উপজেলা শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
বুধবার ( ৪ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর উপজেলার বিএনপি অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
প্রতিবাদ সমাবেশে সাইফুল ইসলাম চঞ্চল বলেন আপনারা জানেন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে বঞ্চিত করে পকেট কমিটির দেওয়া হয়েছে ।নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে শোভন তালুকদার যাকে শ্রমিক দলের আহ্বায় করা হয়েছে এই লোকটি কে উনাকে তো কখনো আগে দেখিনি। যাকে আহবায়ক করা হয়েছে সে কোন দিন মিছিল মিটিং কিংবা আলোচনা সভাতেও কখনো আসেনি কেউ তাকে কখনো দেখেননি কেউ তাকে চেনেও না।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক সুমন খান বলেন কমিটি গঠনের আগে কারো সাথে কোন সমন্বয় করা হয়নি। এই কমিটি অনুমোদন করায় আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আমাদের আকুল আবেদন নাজিরপুর উপজেলা শ্রমিক দলের এই কমিটি বাতিল করে পুনরায় নতুন করে আহবায়ক কমিটি দেওয়া হোক।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে টাকার বিনিময়ে বিতর্কিত লোকজনকে ঢোকানো হয়েছে বলে এর প্রতিবাদে পিরোজপুর জেলার শ্রমিক দলের সাংগঠনিক টিমকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।
একই সঙ্গে অবিলম্বে বিতর্কিতদের বাদ দেওয়ার দাবি জানিয়ে কমিটি সংশোধন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত নেতা কর্মীরা।
নাজিরপুর উপজেলা শ্রমিক দলের সা‌বেক আহবায়ক এবং বর্তমান ঘোষিত শ্রমিক দলের কমিটির উপদেষ্টা হিরুয়ার রহমান মোল্লা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরকে বাদ দিয়ে বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি করা হয়েছে।
অবস্থান কর্মসূচিতে পদবঞ্চিত নেতা, কর্মী ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে মাহাবুব খান বলেন, জেলা কমিটি থেকে মনমতো লোকজনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। নাজিরপুর উপজেলার বিপদের সময় যারা সক্রিয় আন্দোলন সংগ্রামে ছিল তারা সদ্য ঘোষিত কমিটিতে তাদের নাম বা স্থান নেই এর কারন কোথায় আমরা জানতে চাই। এই কমিটি আমরা মানি না মানবো না। এই কমিটি জানার দিয়েছেন আমরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে তাদের মনমতো লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। অনেকেই বলছেন, টাকার বিনিময়ে তা করা হয়েছে।’
অবস্থান কর্মসূচিতে পদবঞ্চিত নেতা, কর্মী ছাড়াও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

শেয়ার করুনঃ