ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এবার মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার প্রতারক সিকদার লিটন
পহেলা বৈশাখের পরে মিরপুরে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করতে অভিযান করা হবে: ডিএনসিসি প্রশাসক
সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান
ডালিয়ার ১৪ বিয়ে: প্রতারণা চলমান
কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 
আমতলীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে মিথ্যা ধর্ষণ মামলা, বাদী গৃহবধূ রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ
রাজাপুরে সেতু আছে নেই সংযোগ সড়ক নেই: অপচয় এক কোটি ৬৯ লাখ টাকা
বোদায় খালে পড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু
রূপসায় গুলি ও মাদকসহ যুবক আটক
মাধবপুরে চার আসামির মৃত্যুদণ্ড
এবার পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থার পরিকল্পনা:ডিএমপি কমিশনার
গুলশানে ডিএনসিসির উচ্ছেদ অভিযান: রাস্তা ও ফুটপাতের অন্তত ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র কার্যালয় পরিদর্শনে- সাব-ইন্সপেক্টর সুজন দাশ

উত্তরায় কিশোর গ্যাং নেতা ‘চিকা মুন্না’ গ্রেফতার

রাজধানীর উত্তরায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ইমরান হোসেন (২৪) ওরফে চিকা মুন্নাসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গত ১২ নভেম্বর রাতে ভুক্তভোগী শাখাওয়াত হোসেন ও তার বন্ধু মো.আলমগীর হোসেন উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে হাউজ বিল্ডিংয়ে যাওয়ার জন্য অটোরিকশা নেন। তখন ওই স্থান থেকে আটককৃতদের মধ্যে এক কিশোর হাউজ বিল্ডিং এ যাওয়ার কথা বলে তাদের সঙ্গে একই রিকশায় ওঠেন। তারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে পৌঁছালে আটককৃত কিশোর শাখাওয়াত ও তার বন্ধুকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের ৭/৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।

একপর্যায়ে তারা শাখাওয়াত ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় নিয়ে ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের নিকট থেকে দুটি মোবাইল ও নগদ ১৯ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়। এছাড়া পরবর্তীতে তারা দুজনকে আটক রেখে বাদীর পিতার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাদীর বাবা চাঁদা দিতে অস্বীকার করলে তারা বাদী ও তার বন্ধুকে শারীরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে বাদী ও তার বন্ধুকে লেকের পাড়ে রেখে কৌশলে মোটরসাইকেল ও রিকশাযোগে পালিয়ে যায়।

এ ঘটনায় বাদীর অভিযোগের পর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়। এ মামলায় পুলিশ উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ