ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭

কচ্ছপিয়ায় সীমান্ত ব্যবসায়ীক লেনদেনের জেরে যুবক খুন, জড়িত সন্দেহে আটক-১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়ায় সীমান্ত কারবার নিয়ে সৃষ্ট ঘটনায় এক যুবক খুন হয়েছে। যুবকের নাম শাহাবুদ্দিন (২৩)। সে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে। শনিবার (৩০ নভেম্বর ) রাত সাড়ে ১১টার দিকে শুকমুনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র ধরে জানায়,শনিবার রাত ১০ টার দিকে একদল যুবক সাহাবুদ্দিনকে বাড়ি থেকে ফোনে ডেকে নেয় ব্যবসার কথা বলে। সে ও ৭ লক্ষ টাকা নিঢে ঘটনাস্থলে যায়। ব্যবসার লেনদেন নিয়ে তাদের মধ্যে তর্কাতকি হয় ।এক পর্যায়ে এ লেনদেনে নিয়ে গরমিল হওয়ায় প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ ঘটনার খবর পেয়ে সাহাব উদ্দিনের চাচা ও স্বজনরা ঘটনাস্থলে তাদের উপর হামলা করে চোরাকারবারিরা। এ সময় তারা পুলিশ হ্যাল্প লাইন ( ৯৯৯) এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সাহাব উদ্দিনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।অপর একটি সূত্রে জানান এ জনপ্রতিনিধি কর্তৃক দ্রুত উদ্ধার করতে না দেওয়ায় ও তার ইন্ধনে আহত সাাবুদ্দিনের অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা যায়। লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকদের হাকে তুলে দেন পুলিশ। এদিকে পুলিশ একটি সূত্র জানান,তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। আর সেখানে উপস্থিত লোকজনের জেনে ঘটনায় সাথে জড়িত সন্দেহে আনছারুল্লাহ নামের এক জনকে আটক করেন তারা।

নিহতের পারিপারিক সূত্র জানান,সাহাবুদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। সে কোন অবৈধ কাজের সাথের জড়িত না।

অপর একটি সূত্র জানান,খুন হওয়া সাহাবুদ্দিন মূলত চোরাচালান ব্যবসায়ী। ব্যবসার লেনদেন সংক্রান্ত বিরোধ ও সৃষ্ট ঘটনায় তিনি খুন হন। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী।অন্য এক বিশ্বস্থ সূত্র নিশ্চিত করে বলেন ঘটনার সময় এক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। তবে কে বা কারা এ গুলি চালান তাে সঠিক তথ্য এ সংবাদ লেখাকাল পর্যন্ত কেউ পাওয়া পারেন নি।

বালুবাস গ্ৰামের ছুরুত আলমসহ অনেকে বলেন ভিন্ন কথা! তারা বলেন,মিয়ানমার সীমান্ত ব্যবসায়ী জহিরের ছেলে রিমন টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সাহাবুদ্দিন গং রা রিমনের কাছ থেকে অস্ত্র দিয়ে টাকা ছিনতাই কালে ঘটনা সূত্রপাত হয়। এসময় রিমনও গুরুত্ব আহত হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) রাজস্ব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে আটক করেছেন তারা। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তৎপর। এ বিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয় যাই হোক না কেন খুনের বিষয়ে যথাযত আইনী ব্যবস্থা নেয়া হবে। পুলিশ অভিযুক্তদের পাকড়াও করবে। ছাড় নেই। অভিযান শুরু হয়ে গেছে অলরেড়ি।

শেয়ার করুনঃ