
মিরসরাইয়ের জোরারগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা তারুণ্য সমাজ কল্যান ফাউন্ডেশন’র ২০২৪-২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আবু সাকিব’কে সভাপতি ও মোহাম্মদ আরাফাত উদ্দিন হায়দার’কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মোঃ মাহিম উদ্দিন চৌধুরী (তানিম) স্বাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তাইজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহিন হোসেন (আবরিত), সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন অভি, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শান্ত, অর্থ সম্পাদক সিপন চন্দ্র দাস, দপ্তর সম্পাদক শাহদাত হোসেন (আদি), প্রচার সম্পাদক কাওসার তারেক মুন্না, সমাজ কল্যান সম্পাদক আরমান মাহমুদ (সিপাত), কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ শামীম হোসেন, চরন দাশ, রনি নুর ও আব্দুল মঈন।
তারুণ্য সমাজ কল্যান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত উদ্দিন হায়দার জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ২০২০ সালের ০৬ নভেম্বরে মাত্র ১১ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। ক্রমান্বয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বিস্তার লাভ করায় বর্তমানে উক্ত সংগঠনে প্রায় ৮০ জন সদস্য এবং তারুণ্য সমাজ কল্যান ফাউন্ডেশন এর ফেসবুক গ্রুপে দুই হাজার ও বেশি সদস্য যুক্ত রয়েছে।
তিনি কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেই সাথে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।