
তৈরি পোষাক শিল্প মালিকদের সংগঠন-বিজিএমইএ’র আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদ প্যানেলের লিডার নির্বাচিত হয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম।
রাজধানীর রেডিসন ব্লু’ হোটেলের কনফারেন্সে রুমে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার নাম ঘোষণা করে সম্মিলিত পরিষদ।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, বিজিএমইএ এর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘আসুন অতীতের সকল ষড়যন্ত্র, সকল হিংসা ভুলে যাই। যে যেখানে আছি, আজকে যিনি প্যানেল লিডার নির্বাচিত হয়েছেন, তার জন্য সবাই মিলে কাজ করি।’
স্বাগত বক্তব্যে বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, সম্মিলিত পরিষদের নেতৃত্ব সবসময় শিল্পের অগ্রগতির দিকে মনোনিবেশ কারী নিবেদিতপ্রাণ উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। এই নেতৃত্ব এই খাতের বার্ষিক রপ্তানি ৪৬ বিলিয়নে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারীর চরম পর্যায়ে বিজিএমইএ সদস্যরা আমাকে সভাপতি নির্বাচিত করেন। আমাদের বোর্ড সদস্যদের সমন্বিত প্রচেষ্টা, ব্র্যান্ড, ক্রেতা এবং উন্নয়ন অংশীদারদের সহায়তায়, আমরা সফলভাবে মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং ব্যবসায়িক বৃদ্ধির গতিপথে ফিরিয়ে এনেছি।’
সম্মিলিত পরিষদ প্যানেলের লিডার মো. আবুল কালাম বলেন, ‘এই মুহূর্তে পোষাক খাতের জন্য স্থিতিশীল আইন-শৃঙ্খলা, রপ্তানি কার্যক্রম টিকিয়ে রাখার জন্য বাংকের আর্থিক সহায়তা এবং শিল্পকে সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ প্রয়োজন।’
আবুল কালাম বলেন, ‘বিজিএমইর সদস্যরা যদি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্যানেলকে নির্বাচিত করেন তা হলে আমরা আশাবাদী যে, সরকারের সহায়তায় আমরা সমাধান খুঁজে বের করবো।’