
সলিমপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মানিকনগর মডেল কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক শিপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাশুড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল রহিম বাবু।
সহকারী শিক্ষক অপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মৃধা, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান মুকুুল, বিশিষ্ট সমাজ সেবিকা নুরুন্নাহার নাজমা, শিক্ষানুরাগী ফারুক হোসেন, এবি বিদ্যাপাঠের পরিচালক বিপ্লব হোসেন, গণমাধ্যম কর্মী শিশির মাহমুদ সহ অন্যান্যরা।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দাশুড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আফজাল হোসেন, প্রভাষক রেখা খাতুন, সমাজসেবক মোসলেম প্রাং, স্কাউটস নেতা জিসান হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।